চিন্তন নিউজ: কাকলি চ্যাটার্জি:২৫শে জুলাই:– বৌবাজার-শিয়ালদহ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এলাকাজুড়ে চারাগাছ বিতরণ করা হয় এবং ৪৮, ৪৯, ৫০, ৫১ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় চারাগাছ বসানো হল। এলাকাবাসী স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কলকাতা জেলার নিউআলিপুর-প্রিন্স আনোয়ার শাহ রোড বিজ্ঞান কেন্দ্রের অন্তর্ভুক্ত ৮৯ নং বিজ্ঞান সভার পক্ষ থেকে চারাগাছ রোপণ ও বিতরণ করা হল কেএমএ অঞ্চলে।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ
কাশীপুর টালা চিৎপুর বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আজ ২৫ জুলাই, রবিবার বেলগাছিয়া পোষ্ট অফিসের সামনে গাছের চারা বিতরণ করা হোলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অনিন্দ্য চৌধুরী, সুরজিৎ সাহা সহ বিজ্ঞান আন্দোলনের কর্মীরা।
পশ্চিমবঙ্গবিজ্ঞানমঞ্চ টালীগঞ্জউত্তর বিজ্ঞান_কেন্দ্র অরণ্য সপ্তাহের ধারাবাহিকতাকে বজায় রেখে,পরিবেশ রক্ষার লড়াইকে পাড়ায় পাড়ায় পৌছে দিতে আজ বনমহোৎসব পালিত হলো ৯৫ নম্বর ওয়ার্ডের বিজয়গড়ে।গুরত্বপূর্ণ বক্তব্য রাখলেন পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক তপন মিশ্র,IIEST র প্রাক্তন রেজিস্ট্রার অধ্যাপক ও নগর পরিকল্পক বিমান বন্দ্যোপাধ্যায়, কোলকাতা জেলা সম্পাদক শেখ সোলেমান। পরিশেষে বিনামূল্যে চারাগাছ বিতরণ করা হয়।পরিবেশ রক্ষার এই প্রয়াসে যারা সামিল হলেন সেই সমস্ত সহনাগরিক ও বিজ্ঞানকর্মীদের অভিনন্দন।