দেশ

পূঁজিপতি ও প্রশাসনের সাঁড়াশি আক্রমনে জমি ও ভিটেহারা ওড়িশার নিয়ামগিরির আদিবাসীরা।।


চৈতালী নন্দী:চিন্তন নিউজ:৩রা ডিসেম্বর:–পুঁজিপতি ও
ওড়িশার দক্ষিণ পশ্চিমে কালাহান্ডি এবং রায়গর জুড়ে বিস্তৃত নিয়ামগিরির পর্বতমালা।এই অঞ্চলে প্রায় ১০০ টি গ্রাম নিয়ে মোট আট হাজারের উপর আদিবাসীদের বাস।এরাই এই অঞ্চলের ভূমিপুত্র।মূলত ডোংরিয়া কোন্ধরা এখানের বাসিন্দা বহুবছর ধরে।

মূলত পাহাড়ের ঢালে কৃষিকাজ ,যাকে বলে ঝুমচাষ,উদ‍্যান পালন,পশুপালন এবং বনাঞ্চল থেকে আহরিত সম্পদেই চলে তাদের জীবন।কিন্তু তাদের এই শান্তিপূর্ণ জীবনে কয়েকবছর ধরে শুধু হয়েছে এক অন‍্য ধরনের সমস্যা।যার মোকাবিলা করতে গিয়ে হারিয়ে যাচ্ছে বংশপরম্পরায় অতিবাহিত শান্তিপূর্ণ জীবন।এখন ভিটেমাটি ও জমি রক্ষার তাগিদেই তাদের প্রতিদিনের লড়াই।

এখন উন্নয়নের নামে তৈরী হয়েছে ঝাঁ চকচকে রাস্তা,কারখানা।আর সেই উন্নয়নের নামেই চলেছে তাদের ভূমি থেকে উচ্ছেদ।কাজের অধিকার ,শিক্ষার অধিকারের প্রতিশ্রুতি দিয়ে চলেছে হেনস্থা ও নির্যাতন।আদিবাসীদের জমি কেড়ে উন্নয়নের আছিলায় চলেছে শোষণ নিপীড়ন, যা বিজেপির একটা পরিচিত পদ্ধতি।কেন্দ্রের নির্দেশে রাজ‍্য সরকার ও একই পদ্ধতিতে চালিয়ে যাচ্ছে অত‍্যাচার।এই জোড়াফলায় আক্রান্ত আদিবাসীদের জীবন জীবিকা।

প্রতিরোধের আগুন নেভাতে একের পর এক চলছে ,খুন ,বেধড়ক প্রহার,নয়তো মাওবাদী তকমায় জেলবন্দী।
নানারকম হেনস্থা ও অত‍্যাচারের মুখে পড়ে পিছু হটছে আদিবাসীরা।জুটছে না খাবার, আয় নেই ,কাজ নেই,ভিটেমাটি রক্ষার এই অসম লড়াইয়ে হেরে যাচ্ছে নিয়ামগিরির আদিবাসী সমাজ।তৈরী হচ্ছে এ্যালুমিনিয়ম শোধনাগার ,এর জন‍্যেই ভূমিপুত্র দের উচ্ছেদ করে তৈরী হচ্ছে সড়কপথ।পায়ের তলার মাটি হারিয়ে প্রতিরোধের আগুন জ্বলে উঠতেই শুরু হয়ে গেছে নির্বিচারে অত‍্যাচার ,জেলবন্দী বহূ মানুষ, এমনকি খুনও হয়েছে বহু আদিবাসী।মূলত অশিক্ষার কারনে এদের ঠকিয়ে বিজেপি মদতে এই কর্মকাণ্ড চালাচ্ছে ,’কর্পোরেট জায়েন্ট’ হিসেবে পরিচিত ‘বেদান্ত’।


‘সেভ নিয়ামগিরি মুভমেন্টের’ এক কর্মীর মতে, শোধনাগার প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনের ফলে ৩০০ জনের বিরুদ্ধে রুজু হয়েছে মামলা।হুমকি ,অত‍্যাচারের ফলে লঞ্জিগড়,ডোংরিয়া এলাকা থেকে বহু মানুষ গ্রাম ছেড়েছেন।প্রাননাশ,জেলবন্দী র হুমকি দিয়ে প্রচার করা হচ্ছে আদিবাসীরা উন্নয়ন বিরোধী।এবছর মার্চে বেদান্ত এ্যালুমিনিয়ম শোধনাগারে র সামনে আন্দোলনের অজুহাতে তাদের উপর নির্বিচারে আক্রমণ চালায় ‘ওড়িশা ইনডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স’।নির্বিচারে খুন হন দলিত কর্মীরা।স্তব্ধ গ্রামের জীবন।গত তিনমাসে গ্রামছাড়া ৩০০ শোর ও বেশী মানুষ।প্রশাসনের সাঁড়াশি আক্রমনে জমি ও ভিটেহারা ওড়িশার নিয়ামগিরির আদিবাসীরা।।,দেঙ্গুনি,গোরাটা,মোন্ডা,ত্রাহিলি সহ একাধিক গ্রামের মানুষ দিগভ্রান্ত অসহায়।সরকার নির্বিকার দর্শক।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।