দেশ

ভারতের সেনাবাহিনীর রাজনৈতিকীকরণ শুরু হলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


কল্পনা গুপ্ত, চিন্তন নিউজ – সিডিএস অর্থাৎ ‘চিফ অব ডিফেন্স স্টাফ ‘ অথবা তিন বাহিনীর প্রধানেরা। ১৯৫৪ সালের আইন অনুযায়ী তিনবাহিনীর প্রধানেরা চাকরি করতে পারেন ৬২ বছর অবধি।
রবিবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘চিফ অব ডিফেন্স স্টাফ ‘ অথবা তিনবাহিনীর প্রধানরা ৬৫ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন। দেশের প্রথম চিফ ইব ডিফেন্স স্টাফ বা তিন সামরিক বিভাগেরই প্রধান নিয়োগের আগেই সেনা সার্ভিস রুল সংশোধন করলো কেন্দ্র।
প্রতিরক্ষা মন্ত্রকের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকার মনে করলে জনস্বার্থ রক্ষায় সিডিএসের কার্যকলাপের মেয়াদ বাড়াতে পারেন,তবে তা সর্বোচ্চ ৬৫ বছর।
সিডিএসের নেতৃত্বে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে একটি মন্ত্রক খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
একজন চারতারার অফিসার হবেন সিডিএস যাঁর বেতন হবে তিনবাহিনীর প্রধানের সমান। তিনি সরকারের সংগে তিনবাহিনীর যোগসূত্র স্থাপন করবেন। সূত্রের খবর বর্তমান সেনাপ্রধান বিপিন রাওয়াত হতে পারেন প্রথম সিডিএস যাঁর কার্যকাল মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১শে ডিসেম্বর।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নিউক্লিয়ার কমান্ড অথরিটির সদস্য হবেন সিডিএস এবং প্রতিরক্ষামন্ত্রীর প্রধান পরামর্শদাতাও হবেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রকের এই পদক্ষেপে রাজনৈতিকীকরণের ছায়া দেখছেন বিশেষজ্ঞমহল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।