দেশ বিদেশ

ভয়ঙ্কর পরিস্থিতির মুখে এশিয়া


মীরা দাস, চিন্তন নিউজ, ২৭ সেপ্টেম্বর: হিন্দুকুশ পর্বতমালার হিমবাহ নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। হিন্দুকুশ পর্বতমালা কারাকোরাম পর্বতমালার একটি অংশ ও হিমালয় পর্বতমালার একটি উপপর্বতমালা, এটিকে আবার পামির পর্বতমালাও বলা হয়। হিন্দুকুশ পর্বতমালার বেশির ভাগ হিমবাহ গলে জলে পরিনত হবে তার জন্য অপেক্ষা মাত্র ৮০ বছরের। এই তথ্য প্রকাশিত হয়েছে বুধবার গ্লোবাল ক্লাইমেট রিপোর্টে।

এর ফলে এশিয়া মহাদেশের মধ্য ও দক্ষিনের বিস্তীর্ন অংশে জল সংকটে ভুগবে। এই রিপোর্টে বলা হয়েছে বিশ্ব উষ্ণায়নের জন্যই হিন্দুকুশ পর্বতের ৬০ শতাংশ অংশই গলে যাবে। জানা গেছে এই মুহুর্তে হিন্দুকুশ পর্বতমালার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দেড় ডিগ্রি বেড়ে গিয়েছে এবং এই তাপমাত্রা বাড়তে বাড়তে এশিয়া মহাদেশে এক ভয়ঙ্কর পরিস্হিতির সৃষ্টি হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।