দেশ

মিনারেল ওয়াটার বলে মানুষ পরিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন??


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১২ই জুলাই:–ট্রেন ও স্টেশনে যে পানীয় জলের বোতল আমরা কিনে থাকি মিনারেল ওয়াটার বলে তা আদতে সাধারণ জল।সাধারণ জলে বোতল ভর্তি করে মিনারেল ওয়াটার বলে বিক্রি করার অপরাধে চার প্যান্ট্রি কার ম্যানেজার সহ দেশের নানা প্রান্ত থেকে গ্রেফতার করা হ’ল ৮০০ জনকে। ধৃতদের বিরুদ্ধে ১৪৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ৩০০ জায়গায় রেলের তরফে তল্লাশি চালিয়ে প্রায় ৫০হাজার নকল জলের বোতল বাজেয়াপ্ত করা হয়।

রাজধানী, দুরন্ত এক্সপ্রেসের মতো কয়েকটি ট্রেনে পরিশুদ্ধ মিনারেল ওয়াটার দেওয়া হয় রেলনীর । কিন্তু বেশিরভাগ ট্রেনে অপরিশোধিত কলের জল মিনারেল ওয়াটার বলে বিক্রি হচ্ছে।
মালদহ স্টেশনে একটি ভিডিও ভাইরাল হয়।তার ভিত্তিতে রেল কতৃপক্ষ নড়েচড়ে বসেন। চারিদিকে তল্লাশি শুরু হয়। বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে আরপিএফের উদাসীনতা নিয়ে। রেলের একশ্রেনীর কর্তাদের মদতেই এই অসাধু ব্যবসা রমরমিয়ে চলছে।
আইআরসিটিসি নিজস্ব পানীয় জলপ্রকল্প যাত্রীদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করে থাকে। কিন্তু সম্প্রতি রেল নীর এর যোগান কমে যাওয়ায় ,অসাধু ব্যবসায়ীরা নির্ধারিত দামের বেশি দামে যাত্রীদের কাছে সাধারণ কলের জল বোতলে ভরে বিক্রি করছে। এই সমস্যা সমাধানে রেলদপ্তর কি ব্যবস্থা নেয় সেটাই অপেক্ষা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।