দেশ

স্বাস্থ্য প্রকল্পে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ব্যবহারের অভিযোগ


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:১১/০২/২০২৩:- কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত নিয়ে বড়সড় অভিযোগ সামনে এলো। সুত্রের খবর অনুযায়ী জানা গেছে, কেন্দ্রীয় অডিট সংস্থা না কি রিপোর্ট পেশ করেছে যে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পে যে ওষুধ দেওয়া হয়েছে তার বেশীরভাগই মেয়াদ উত্তীর্ণ আর কিছুটা অত্যন্ত নিম্নমানের ।

এই খবরে শোরগোল পড়ে গেছে যাঁরা এখান থেকে ওষুধ পান তাঁদের মধ্যে । এক – দুবার নয় বারবার এমন মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিলি করা হয়েছে বলে দাবী কেন্দ্রীয় অডিট সংস্থা ক্যাগ এর । ক্যাগের রিপোর্টে পরিষ্কার করে জানানো হয়েছে প্রায় সাড়ে বাহান্ন হাজার পরিবারকে এমন ওষুধ বিতরণ করা হয়েছে । পশ্চিমবঙ্গের শুধু কলকাতা শহরে প্রায় তিন লক্ষ পরিবার সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কীম এর ওষুধ সেবন করেন ।

দিনের পর দিন আয়ুষ্মান ভারতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে ক্যাগ রিপোর্টে। আর তা নিয়ে শোরগোল শুরু হয়েছে। এই নিয়ে এবার মুখ খুলল সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের কর্তারা। সি জি এইচ এস নিজেদের পিঠ বাঁচাতে দাবী করেছে লেখার সময় ওষুধের এক্সপায়ারি ডেট ভুল লেখার জন্য ই এই বিপত্তি ঘটেছে । কিন্তু ক্যাগ এই তথ্য উড়িয়ে দিয়েছে। অডিট সংস্থা ক্যাগ দাবী করেছে যে মাত্র সতেরো টা ঘটনা তে এমন লেখার ভুল ধরা পড়েছে ।ক্যাগের রিপোর্ট এ স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত সি জি এইচ এস এর বিভিন্ন কেন্দ্রে এই ভূল ওষুধ বিতরণ করা হয়েছে । যে ওষুধ বিতরণ করা হয়েছে তার নমুনা ল্যাবরেটারিতে পাঠানো হয়েছিল তার থেকেই নিশ্চিত হয়েই ক্যাগ স্বাস্থ্যবিভাগের এই দূর্নীতি সামনে এনেছে । ক্যাগ জানিয়েছে যে মোট দু কোটি সাতান্ন লক্ষ ছাব্বিশ হাজার একাত্তর টাকা মূল্যের ওষুধ কেন্দ্রীয় সরকারী কর্মী ও পেনশন ভোগীদের মধ্যে এই মেয়াদ উত্তীর্ণ বা নিম্নমানের ওষুধ বিতরণ করা হয়েছে । এই নিয়ে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মধ্যে আতঙ্কে র সৃষ্টি হয়েছে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।