দেশ

ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি_


সূপর্ণা রায়:চিন্তন নিউজ:১২ইএপ্রিল:- করোনা সংক্রমণ এর হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভারতে আর তা আটকাতে দেশজুড়ে লকডাউন চলছে ।। মানুষের অবস্থা অত্যন্ত শোচনীয় আর এর মধ্যে কেঁপে উঠলো দিল্লি।। রিখটার স্কেল এ এর মাত্রা ছিল ৩’৫.জানা গেছে দিল্লি উত্তর প্রদেশ সীমান্তে ভুপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার নীচে এই ভূমিকম্প এর উৎসস্থল।। যদিও এখনও পর্যন্ত এই ভূমিকম্প এর ফলে কোন প্রাণনাশ বা সম্পত্তি নাশের কোন খবর পাওয়া যায়নি।। ভূমিকম্প অনুভূত হলে কোন কোন

অঞ্চলের বাসিন্দারা ভয় পেয়ে লকডাউন এর মধ্যে বাইরে বেরিয়ে আসেন।। অবশ্য এই ভূমিকম্প এর স্থায়িত্ব বেশীক্ষণ স্থায়ী না ছিল না বলে আবার ঘরে ঢুকে পড়েন।। গুরুগ্রাম ও নয়ডা তে মূলত ভূমিকম্প অনুভূত হয়েছে।। এনডি আর জি র ডিজি সত্যনারায়ণ প্রধান জানিয়েছেন , বিকেল ৫:৪৫ নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।। তিনি টুইট করে বলেন “”দিল্লি তে ৩’৫ মাত্রার ভূমিকম্প হয়েছে।। রবিবার বিকাল ৫:৪৫ নাগাদ এই ভূমিকম্প হয়েছে।।এর এপিসেন্টার হল ২৮ ডিগ্রি ৭ মিনিট উত্তর ও ৭৭ ডিগ্রি ২ মিনিট পূর্ব ।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।