বিপ্লব সেন: চিন্তন নিউজ:১২ই এপ্রিল:- করোনা ভাইরাস আতঙ্কে দেশ তথা রাজ্য জুড়ে চলছে দীর্ঘ লক ডাউন। গতকাল লক ডাউনের মেয়াদ বৃদ্ধি হওয়াতে দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষেরা আজ দিশেহারা। মিলছেনা পর্যাপ্ত পরিমাণে সরকারী রেশন। মানুষ আজ দিশেহারা ।

এমতাবস্থায় তাদের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা ”প্রয়াস”(মানুষের সাথে মানুষের পাশে ) । আজ ‘প্রয়াস’-এর পক্ষ থেকে বারুইপুরের ৯০ টি অভুক্ত ও অসহায় পরিবারের হাতে চাল, আলু, সোয়াবিন ইত্যাদি খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল।
