সূপর্ণা রায়:চিন্তন নিউজ:১২ই এপ্রিল’:- সিপিআইএম ডানলপ বাঁশবাড়িয়া চন্দ্রহাটি এরিয়া কমিটির ১২ নং শাখার উদ্যোগে লাগাতার ৮ দিন ধরে দুঃস্থ মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।।
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সদস্যা শিবানী দাশগুপ্ত, সুব্রত দাশগুপ্ত,পার্টি ব্রাঞ্চ সদস্যা সাধনা সরকার,গোপাল মুখার্জি, সঞ্জয় চক্রবর্তী, যুবনেতা সোমনাথ বোস, রিন্টু দাস প্রমুখ।।