রণদীপ মিত্র, চিন্তন নিউজ, ১৪ এপ্রিল: তৃণমূলী দুষ্কৃতিদের দ্বারা পুলিস ও এমসিসি-র গাড়ির সামনেই প্রচারে বাঁধাপ্রাপ্ত হলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী রেজাউল করিম। প্রতিবাদে থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন বাম কর্মীরা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরবেলা বীরভূমের দুবরাজপুর বিধানসভার পদুমা পঞ্চায়েতের বোধগ্রামে। শাসক সন্ত্রাসে দীর্ঘদিন ধরেই অবরুদ্ধ এই এলাকা। প্রয়োজনীয় অনুমতি নিয়েই এদিন বাম কর্মী সমর্থকরা এলাকায় প্রার্থীকে নিয়ে প্রচারে গিয়েছিলেন। বোধগ্রাম ঢোকার মুখেই বাঁধা দেয় তৃনমূলী বাইক বাহিনী। প্রচারের সাথেই ছিল নির্বাচন কমিশনের নজরদারী গাড়ি। কিন্তু তারা পালন করেছে নিরব দর্শকের ভূমিকা বলে অভিযোগ। পুলিসকে ফোন করা হলে প্রায় এক ঘন্টা বাদে পুলিস ঘটনাস্থলে আসে। তবে কোনো সদর্থক ভুমিকা পুলিসকে নিতে দেখা যায় নি। এর পরেই প্রার্থী রেজাউল করিম কর্মী সমর্থকদের নিয়ে দুবরাজপুর থানার সামনে অবস্থানে বসেছেন। চলছে থানাও ঘেরাও করে স্লোগান। রেজাউল করিম তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘’এখনই এই অবস্থা হলে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে কি করে। সমস্ত অনুমতি নিয়েই এদিন প্রচারে গিয়েছিলাম। অথচ তৃণমূলীরা আমাদের পথ আটকানোর খবর দেওয়া সত্বেও পুলিসের দেখা মেলে নি। এমসিসি র নজরদারি দলও ছিল নির্বিকার। এক ঘন্টা বাদে পুলিস আসলেও তৃনমুলীদের বিরুদ্ধে কোনো উচ্চবাচ্য করে নি। প্রতিবাদে থানায় অবস্থানে বসেছি। বিহিত না হওয়া পর্যন্ত অবস্থান চলবে।”
