বিদেশ

বিমানবন্দরে বিমান দুর্ঘটনা


আজ রবিবার নেপালের তেনজিং হিলারি বিমানবন্দরে বিমান দূর্ঘটনা ঘটে। সকালেই এই দূর্ঘটনার খবর পাওয়া যায়।
সংবাদ সূত্রে জানা যায়, রান‌ওয়েতে দাঁড়িয়ে থাকা একটি চপারের সাথে ধাক্কা লেগে বিমানটি ভেঙে যায়। বিমান চালক সঙ্গে সঙ্গে মারা যান। যেহেতু বিমানটি ছোট, যাত্রী না থাকায় মৃতের সংখ্যা বেশি নয়। দু’জনের মৃত্যু হয়েছে এই দূর্ঘটনায়।
তেনজিং হিলারি বিমানবন্দরটি লুকলা বিমানবন্দর নামেও পরিচিত। এই বিমানবন্দর টি প্রথম এভারেস্ট জয়ী তেনজিং নোরগে ও এডমন্ড হিলারির নাম অনুসারে তেনজিং হিলারি নাম হয়। এটি খুব বিপদজনক বিমানবন্দর। কাঠমান্ডু থেকে এখানে বিমান চলাচল করে।দূরত্বে বেশী না হ’লেও যেহেতু এই লুকলা বিমানবন্দর এভারেস্ট আরোহীদের বেস ক্যাম্প, তাই এই বিমানবন্দরের গুরুত্ব অপরিসীম। এখানে আবহাওয়াও অনুকূল থাকে না। অনেক সময় অন্ধকার, কূয়াশাচ্ছন্ন থাকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।