দেবপ্রসাদ মন্ডল:চিন্তন নিউজ:২রা মার্চ:–মালদা জেলা বামপন্থী কৃষক ও ক্ষেতমজুর সংগঠন সমূহের ডাকে
প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের ফসলের ক্ষতিপূরণ প্রদান, শস্য বীমা – স্বাস্থ্য বীমাসহ বিভিন্ন ভাতা প্রদান, সীমান্তবর্তী সমস্ত এলাকায় সহজে চাষ আবাদ কৃষিঋণ মুকুব এবং স্বল্প সুদে ঋণ প্রদান সহ কৃষক ও খেতমুজুরদের বিভিন্ন দাবিতে মালদা জেলা শাসকের নিকট ডেপুটেশন দেয়,
কৃষক ও ক্ষেতমজুরদের বিশাল মিছিল এবং উচ্চারিত স্লোগান মালদা শহরে সাড়া ফেলে।