রাজ্য

আইন অমান্য কর্মসূচি সফল করতে রামপুরহাটে সিআইটিইউ ও মহিলা সমিতির যৌথ কনভেনশন


রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:২রা মার্চ:– আগামী ৬ ই মার্চ বীরভূম জেলা শাসকের দপ্তর ঘেরাও অভিযান ও আইন অমান্য কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়ে সিআইটিইউ ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির যৌথ আহ্বানে রামপুরহাটে অনুষ্ঠিত হলো শ্রমজীবী মহিলাদের কনভেনশন।


বক্তব্য রাখেন শ্রমিক নেতা কমরেড সঞ্জীব বর্মন, সঞ্জীব মল্লিক, মহিলা নেত্রী কেনিজ রবিউল ফতেমা, তৃপ্তি মন্ডল। কর্মসূচি কে সমর্থন জানিয়ে ডিওয়াইএফ‌আই এর পক্ষ থেকে বক্তব্য রাখেন অমিতাভ সিং। সভা পরিচালনা করেন মহিলা নেত্রী চিত্রা মাহারা।

কনভেনশনে উপস্থিত শ্রমজীবি মহিলারা ও উপস্থিত শ্রমিক নেতৃত্বরা দিল্লির হিংসায় আক্রান্ত অসহায় মানুষের সাহায্যার্থে অর্থ সংগ্রহ করেন। সংগৃহীত ৩১৭০ টাকা মহিলা নেত্রী মেহেরুন নেশা বিবি সিআইটিইউ নেতা সঞ্জীব বর্মন ও সঞ্জীব মল্লিকের হাতে তুলেদেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।