দেশ

ভারতীয় সেনা জওয়ানদের জন্য তৈরি বুলেট প্রুফ হেলমেট


মীরা দাস, চিন্তন নিউজ, ২ মার্চ: মেজর অনুপ মিশ্র কিছুদিন আগে বুলেটপ্রুফ জ্যাকেট তৈরী করে সাড়া জাগিয়ে দিয়েছিলেন। এবার তিনি তৈরী করে ফেলেছেন বুলেট প্রুফ হেলমেট। নাম রাখা হয়েছে ”পার্থ।” হেলমেটটির ওজন প্রায় দেড় কিলোগ্রাম। এই হেলমেটটি এ কে ৪৭ এর মত আধুনিক অস্ত্র রুখে দেবার মত পোক্ত।

সেনা সুত্রে খবর, মেজর অনুপ মিশ্র পুনের মিলিটারি ইঞ্জিনিয়ারিং কলেজে এই হেলমেটের গবেষনা করছিলেন। তিনি বুলেটপ্রুফ জ্যাকেট বানিয়েছিলেন ২০১৭ সালে। এই জ্যাকেট বাজারের জ্যাকেটের থেকে সম্পুর্ন আলাদা। তাঁর আবিস্কৃত জ্যাকেটে জওয়ানদের গোটা শরীরকে লোহার বর্মের মত মুড়ে রাখা যায়। এই জ্যাকেট বিভিন্ন মহলে প্রশংশিত হয়। তিনি জানিয়েছেন যে তাঁর তৈরীবুলেটপ্রুফ জ্যাকেট ১০ মিটার দুর থেকে ছোঁড়া এ কে ৪৭ এর গুলি কে রুখে দিতে পারে। বাকি ছিল বুলেটপ্রুফ হেলমেট, সেটাও মেজর অনুপ মিশ্র আবিস্কার করে ফেললেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।