বিজ্ঞান ও প্রযুক্তি

মরনোত্তর দেহদান ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ


মিতা দত্ত:চিন্তন নিউজ:২রা মার্চ:– সকলের জানা মধুসূধন গুপ্তের ব্যতিক্রমী কাজ, শব ব্যবচ্ছেদ যা চিকিৎসা বিজ্ঞানকে এক ধাক্কায় অনেক খানি এগিয়ে নিয়ে গিয়েছিলো। দেহদান ছাড়া এ কাজ এগোতে পারে না।

কিন্তু এখনও এই সমাজের মধ্যে অনেকেই সংস্কারের বশবর্তী হয়ে “মরণোত্তর দেহদান “করতে পারেন না। যদিও বহু মানুষ এগিয়ে আসেন।এরকমই একজন ব্যক্তি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ নিবাসী শ্রী অনিল ভট্টাচার্য। আজকে ওনার জীবনদীপ নিভে যায়। তাঁর পরিবারের সহযোগিতায় পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের মুর্শিদাববাদ জেলা তাঁর দেহ বহরমপুর মেডিক্যাল কলেজে দান করে।

বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সেখানে ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মুর্শিদাবাদ জেলা সভাপতি তপন সামন্ত ও অন্যান্য বিজ্ঞান কর্মীগন ।যুক্তিবাদী ,বিজ্ঞানমনষ্ক মানুষেরা যদি এগিয়ে আসেন, তাহলে চিকিৎসা বিজ্ঞানে প্রভূত উন্নতি হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।