বিজ্ঞান ও প্রযুক্তি

লকডাউনের জেরে মেয়ের বিয়ে বন্ধ, বিয়ের জন্য সংগ্রহ করা খাদ্যসামগ্রী ত্রাণ হিসেবে দিলেন বিজ্ঞান কেন্দ্রের সদস্য শিবপ্রসাদ দাস


অভিজিৎ দাশ গোস্বামী: চিন্তন নিউজ:১৬ই এপ্রিল:-পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের অন্তর্গত বেলদা বিজ্ঞান কেন্দ্র এলাকায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও খাকুরদা বিজ্ঞান-প্রযুক্তি মিলন মঞ্চের যৌথ উদ্যোগে খাকুরদা , বড়মোহনপুর, ধনেশ্বরপুর, আম্বিনগর এলাকায় ১৫০জন পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। তার সঙ্গে ডেটল সাবান ও মাক্স দেওয়া হয়। সমগ্র ত্রাণ বিলি করা অনুষ্ঠানটি প্রশাসনিক নিয়ম মেনে পরিচালনা করা হয়।

বিজ্ঞান কেন্দ্রের সদস্য শিব প্রসাদ দাস তার মেয়ের বিয়ে ছিল লকডাউন এর মধ্যে পড়ে যাওয়ায় অনুষ্ঠান আর করতে পারেননি। প্রশাসনের নিয়ম মেনে করেননি। সেই আক্ষেপ মেটাতে তিনি তার সংগঠনের মাধ্যমে প্রশাসনের অনুমতি নিয়ে প্রশাসনিক নির্দেশিকা মেনে বড়মোহনপুর হাই স্কুল মাঠ এবং খাকুরদা আইসিডিএস কেন্দ্রে ত্রাণ সামগ্রী বিলি করেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সৌমেন মন্ডল, বেলদা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক শ্রী সুজিত বসু, প্রভাত সৎপতি, সুব্রত গিরি, শিবপ্রসাদ দাস সহ সংগঠনের কর্মীবৃন্দ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।