বিজ্ঞান ও প্রযুক্তি

বৃহস্পতিতে প্রাণের আশা ….


মীরা দাস:চিন্তন নিউজ:৩রা মার্চ :-মঙ্গলের পর এবার বৃহত্তম গ্রহ বৃহস্পতি তে জলের সন্ধান পেয়েছেন এমনটাই দাবি করছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বৃহস্পতির বায়ু মন্ডলে সামান্য জলের উপস্থিতির প্রমাণ পেয়েছেন নাসার পাঠানো মহাকাশ ” জুনো ”

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি গ্যাসীয় ও তরল পদার্থে পুর্ন। সবসময় রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে। বিভিন্ন গ্যাসের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন রয়েছে বৃহস্পতিতে। অনুকুল পরিস্থিতি তে এই দুই গ্যাসের বিক্রিয়া করে জল তৈরী হয়। কিন্তু বিজ্ঞানী দের ধারনা ছিল এমন পরিবেশ হওয়া অসম্ভব।

নাসার পাঠানো মহাকাশ জান ” জুনো ” সব সংশয় কাটিয়ে দিয়েছে।২০১১ এবং ২০১৬ দু বছরে বৃহস্পতিতে পাঠানো জুনো যা তথ্য দিয়েছে তাতে পরিস্কার জলের সন্ধান পাওয়া গেছে বৃহস্পতিতে। নাসা দাবি করেছে বৃহস্পতির বায়ু মন্ডলে অন্তত ০ .২৫ শতাংশ জল রয়েছে। জুনো মহাকাশ যানের পরিচালনা দলের প্রধান বিজ্ঞানী স্কট বোল্টন বলেছেন যে বৃহস্পতি র এই খবর খুবই আশা ব্যঞ্জক। কেউই ভাবতে পারেনি যে বায়ু মণ্ডলের স্তরে স্তরে প্রায় জলের অস্তিত্ব মিলতে পারে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।