বিজ্ঞান ও প্রযুক্তি বিদেশ

অবশেষে বিজ্ঞানই বয়ে আনলো সুখবর


মিতা দত্ত: চিন্তন নিউজ:২২শে জুলাই:- অক্সফোর্ডের ভ্যাক্সিনের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। প্রথম থেকেই এই টিমের গবেষণা বেশ গুরুত্বপূর্ণ ছিল। অবশেষে সামনে এল প্রাথমিক রিপোর্ট।
অক্সফোর্ডের গবেষণা থেকে প্রাথমিক রিপোর্ট উঠে এসেছে, তাতে জানা যাচ্ছে যে এই ভ্যাক্সিন নিরাপদ, কোনও প্রতিক্রিয়া নেই। এছাড়া, ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে বলেও জানানো হয়েছে।
সোমবার এই প্রাথমিক রিপোর্ট আসবে বলে আগেই জানানো হয়েছিল। সোমবার অক্সফোর্ডের গবেষকরা জানিয়েছেন, সিএইচ‌এডিওএক্স১ এনসিওভি ১৯ (ChAdOx1 nCoV-19) নামে ওই ভ্যাক্সিনের সেফটি প্রোফাইল আছে ও অ্যান্টিবডি রেসপন্স বাড়াতে সক্ষম এই ভ্যাক্সিন।’
অক্সফোর্ডের দুটো পর্যায়ে ট্রায়াল হবে। তার মধ্যে এটা ছিল প্রথম পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট। ব্রিটিশ পত্রিকা ‘দ্য ল্যান্সেট’-এ সেই রিপোর্ট প্রকাশিত হয়েছে। পত্রিকার এডিটর রিচার্ড হর্টন ট্যুইট করে জানিয়েছেন, প্রথম পর্যায়ের রিপোর্ট খুবই উত্‍সাহজনক। এই ভ্যাক্সিনে কোনও বিপদ নেই। সহ্য করাও সম্ভব।
কী লেখা আছে রিসার্চ পেপারে?

গবেষকরালিখেছেন, সিএইচ‌এডিওএক্স১ এনসিওভি ১৯(ChAdOx1 nCoV-19) নামে এই ভ্যাক্সিনের কোনও বিপজ্জনক পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাঁরা জানিয়েছেন, এই ভ্যাক্সিন যে ইমিউন সিস্টেম তৈরি করছে, তা দীর্ঘদিন ধরে ভাইরাসকে মনে রাখবে বলেই আশা করা হচ্ছে। ফলে, দীর্ঘ সময়ের জন্য কাজ করবে এই ভ্যাক্সিন।
CollectedFromAuthenticSource


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।