বিজ্ঞান ও প্রযুক্তি

প্রচলিত জ্বালানির অভাব দেখা দেবে অচিরে


রঞ্জন মুখার্জি, চিন্তন নিউজ, ১৪ এপ্রিল: IEA Global Energy & Co2 Status report 2018 অনুযায়ী, সারা পৃথবীতে সমস্ত ধরনের জ্বালানী ব্যবহার ২০১৮ তে মারাত্মভাবে বৃদ্ধি পেয়েছে।
এনার্জী সম্পর্কিত কার্বন নির্গমন বৃদ্ধি পেয়েছে ১.৭% , যা আগের সব রেকর্ড ছাপিয়ে গেছে। এই বৃদ্ধি- র ৮৫% ঘটেছে আমেরিকা, চিন ও ভারতবর্ষ তে।
ভারতবর্ষ তে বিদ্যুৎ তৈরির জন্য খনিজ জ্বালানির ব্যবহার বৃদ্ধি হয়েছে ৪% ।
যদিও এর মধ্যে পুরোটাই কয়লা – র ব্যবহার এর বৃদ্ধির জন্যে। তেল এর ব্যবহার কমেছে ৩.৯%.
একটাই আশার কথা .. সারা পৃথিবী জুড়ে নবিকরণযোগ্য (বায়ু এবং সৌর শক্তি) – র উৎপাদন উল্লেখ যোগ্য ভাবে বৃদ্ধি পাচ্ছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।