নিউজ ডেস্ক: চিন্তন নিউজ:১২ই নভেম্বর:-আগামী ২৬শে নভেম্বর,২০২০, দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সমস্ত ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন গুলো। এই ধর্মঘটকে সফল করার উদ্দেশ্যে আজ সিপিআই(এম) কান্দি এরিয়া কমিটির ডাকে কর্মীসভা হ’ল। এই সভায় সভাপতিত্ব করেন, স্থানীয় সিপিআই(এম) নেতা কমরেড শোভাকর পাল। সভায় বক্তব্য রাখেন কান্দি এরিয়া কমিটির সম্পাদক কমরেড স্বরূপ মুখার্জি। তিনি এরিয়া কমিটির অন্তর্গত সমস্ত কর্মী সমর্থকদের কাছে এই ধর্মঘট সফল করার আহ্বান জানান।
পরে বক্তব্য রাখেন সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড কাজল চক্রবর্তী। এই ধর্মঘট কেন ডাকা হয়েছে তা ব্যাখ্যা করেন। কেন্দ্র ও রাজ্যসরকারের তরফ থেকে সাধারণ মানুষের ওপর যে আক্রমণ, নিপীড়ন চলছে তার বিরুদ্ধে বামপন্থীদের জনসাধারণকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আজকের সভার প্রধান বক্তা ছিলেন সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড তুষার দে। তিনি তাঁর বক্তব্যে সাময়িক পরিস্থিতি তুলে ধরেন। এই অতিমারী পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে রাস্তায় থাকার আহ্বান জানান। এরসাথে কেন্দ্র সরকারের জনবিরোধী শিক্ষাবিল, কৃষিবিল পাশ , শ্রম কোড এসবকিছুর বিরুদ্ধে বামপন্থীদের লড়াই। আজকের সভায় মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি। সভা শেষে মিছিল হয় কান্দি শহরে।