জেলা রাজ্য

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চুঁচুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি


স্বাতী শীল:চিন্তন নিউজ:৫ই জুন:-আজ ৫ ই জুন। বিশ্ব পরিবেশ দিবস। আমফান ঝড়ে বিধ্বস্ত বাংলাকে তার সবুজের সমারোহ ফিরিয়ে দিতে রাজ্যব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বামপন্থী সংগঠন এস‌এফ‌আই ও ডিওয়াইএফ‌আই এর তরফ থেকে। এই কর্মসূচিকে সার্থক রূপ দিতে চুঁচুড়া এস‌এফ‌আই ও ডিওয়াইএফ‌আই লোকাল কমিটির উদ্যোগে আজ ৫/৬/২০২০ তারিখে সকাল ১০ টা বেজে ৩০ মিনিটে চুঁচুড়ার মাঠের ধার লালদিঘীর সামনে থেকে সমগ্র শহরব্যাপী পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি।

উপস্থিত ছিলেন, সি পি আই (এম) হুগলী জিলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কম.মনোদীপ ঘোষ, সহ আরও অনেকেই। রোপণ করা হয় বকুল,রাধাচূড়া ও মেহগনী র মতো বেশ কিছু চারাগাছ। প্রায় দু’ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল নিঃসন্দেহে চোখে পড়ার মতো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।