সঞ্জিত দে : চিন্তন নিউজ:ধূপগুড়ি ১৭ জুনঃ-লাদাখ সীমান্তে ভারত- চীন সংঘর্ষে আহত হয়ে আজ মারা গেল আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার বিন্দি পাড়া গ্রামের যুবক বিপুল রায় ভারতীয় সেনাবাহিনীর হাবিলদার।তাঁর বয়স মাত্র ৩৬বছর। এই সংবাদ জেলায় প্রশাসনের মারফত আসতেই বিন্দি পাড়া গ্রামসহ শামুকতলা থানা এলাকা এবং সমগ্র জেলা জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে।
শ’য়ে শ’য়ে মানুষ বিপুল রায়ের বাড়িতে এসে ভীড় জমান।অনেক বিশিষ্ট মানুষ সংস্থা সংগঠন এসে শোক প্রকাশ করেন। বাড়িতে বিপুল রায়ের বৃদ্ধ বাবা মানসিক রোগাক্রান্ত মা স্ত্রী এবং পাচ বছর বয়সি কন্যা রয়েছে। বিপুল রায়ের এক ভাই পরিযায়ী শ্রমিক হিসেবে ভুটানে কাজ করছেন। লক ডাউনের কারনে সে আসতে পারেনি। জানা গেছে বিপুল রায়ের স্ত্রী পম্পি রায় কন্যা সহ উত্তর প্রদেশের মিরাটে সেনাবাহিনীর আবাসনেই ছিলেন। কয়েকদিন আগে লাদাখ সীমান্তে বদলি হয়ে যাবার কারনে স্ত্রী কন্যাকে আলিপুরদুয়ারের শামুকতলার বিন্দি পাড়াগ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। সেনাবাহিনীর পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে আজ বুধবার মরদেহ ময়নাতদন্তের পর বৃহস্পতিবার দিল্লিতে সদর দপ্তরে অন্তিম শ্রদ্ধা জানাবার পর তার বাড়িতে দেহ আনা হবে। এই ঘটনায় সমগ্র গ্রাম নির্বাক হয়ে শোকাচ্ছন্ন হয়ে আছে।