মীরা দাস:চিন্তন নিউজ:২৩শে জানুয়ারি:– প্রতি বছর একটি রং উৎপাদক সংস্থা দেশব্যাপি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এই বছরেই দেশের পনেরো লক্ষ ছাত্র ছাত্রী ২০ হাজার স্কুলের এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে, এর থেকে চারটি গ্রুপের সেরা ১২ জন কে বেছে নেওয়া হয়। এই প্রতিযোগিতায় সেরা ১২ জনের মধ্যে স্থান করে নিল কালনার তিন কন্যা, সুচেতনা দত্ত, রিয়া পাল, এবং সায়নী সাহাকে বিমানে গোয়ায় নিয়ে গিয়ে পুরস্কৃত করা হয়
এই। সাফল্যের পিছনে যাঁর অবদান সব থেকে বেশি, কালনার অঙ্কন শিক্ষক শুভেন্দু রায় কে জাতীয় স্তরে শিক্ষক সম্মান দেওয়া হয়, এবং সেরা ১২ জনকে গোয়ায় নিয়ে গিয়ে পুরস্কৃত করা হয়।