জেলা রাজ্য

পরিবেশ রক্ষা থেকে দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনা সবক্ষেত্রে দায়িত্ব পালনে এস‌এফ‌আই


নিউজ ডেস্ক: চিন্তন নিউজ:৫ই জুন:- এস‌এফ‌আই শ্রীরামপুর আঞ্চলিক কমিটির অন্তর্গত উত্তর শাখা, মাহেশ শাখা ও শ্রীরামপুর কলেজ শাখার উদ‍্যোগে আজ পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করা হয়।

এছাড়াও এস‌এফ‌আই পশ্চিম শ্রীরামপুর প্রস্তুতি কমিটির উদ্যোগে পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করা হলো।।বিশ্ব পরিবেশ দিবসে এই স্লোগানের মধ্য দিয়ে-“তোমার আমার এক স্লোগান, লক্ষ গাছ,লক্ষ প্রাণ।।”

অপরদিকে জুটমিল বন্ধ প্রায় ২ বছর হলো! ওখানকার মহল্লার মানুষের জীবন যন্ত্রণা টা অন্য রকম! তার মধ্যে পড়াশোনা করতেই হবে এমতাবস্থায় ভারতের ছাত্র ফেডারেশন শ্রীরামপুর পূর্ব লোকাল কমিটির উদ্যোগে সামান্য প্রয়াস।

এই লকডাউনে সেখানকার বাচ্চাদের হাতে খাতা পেনসিল পেন রবার তুলে দেওয়া হলো। প্রায় ৩০০ জনের হাতে তুলে দেওয়া হয় এই সামগ্রী… আগামীর যোদ্ধা তোমরা পড়ো লড়ো পাল্টাও.. এস‌এফ‌আই সাথে আছে এস‌এফ‌আই দিশা দেখাবে..


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।