শাশ্বতী মিত্র: চিন্তন নিউজ:২০শে এপ্রিল:- গত ১৮/০৪/২০২০তারিখে কলকাতা রেডরোডে বিমান বসু,সূর্যকান্ত মিশ্রসহ বামনেতৃবৃন্দের প্রতীকি প্রতিবাদ কর্মসূচি ছিল। লকডাউনের সমস্ত বিধিনিষেধ মেনেই এই প্রতিবাদ কর্মসূচি চলছিল। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের পুলিশ বামনেতৃত্বদের গ্রেফতার করে।
এরই প্রতিবাদে গতকাল রানীগঞ্জ এরিয়া কমিটির বল্লভপুরে মৌন প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। কমঃ বিমান বসু, কমঃ সূর্যকান্ত মিশ্র, কমঃ সেলিম, কমঃ সুজন চক্রবর্তী ও অন্যান্য নেত্রীবৃন্দের গ্রেপ্তারের প্রতিবাদে এবং দুর্নীতি, কালোবাজারি বন্ধ করে মানুষকে ন্যায্য রেশন পৌঁছে দিতে হবে। মিথ্যা নয়, সঠিক তথ্য চাই। রাজ্য জুড়ে নমুনা পরীক্ষা বাড়াতে হবে, সমস্ত তথ্য মানুষের সামনে আনতে হবে।