চিন্তন নিউজ,১৮/২/২৪ –তন্ময় বিশ্বাস —
আজ জেলার মধ্য যাদবপুর এরিয়া কমিটির অন্তর্গত সি পি আই (এম )এর উদ্যোগে সন্ধ্যায় রামকৃষ্ণ -সেন্ট্রাল এবং কেন্দ্রীয় শাখা যৌথভাবে এলাকায় মিছিল করা হয়।
অভিজিত ব্যানার্জী — যুব ফ্রন্টের জেলা কমিটির উদ্যোগে বারুইপুর জেলা দপ্তরে “সাম্প্রদায়িকতার বিপদ ও আমাদের কাজ” শীর্ষক আলোচনা সভায় আলোচক ছিলেন সোমনাথ ভট্টাচার্য্য। সভায় প্রথমে বক্তব্য রাখেন সোমনাথ ঘোষ। সভাপতিত্ব করেন পারমিতা ঘোষ চৌধুরী।