জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ- দেবারতি বাসুলীঃ-চলছে ইটাচুনা চক্রের ৭০তম সম্মেলন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলার ইটাচুনা চক্রের ৭০তম সম্মেলন চলছে।উদ্বোধন করেন জোনাল সহ সভাপতি আমজাদ হোসেন।জেলা কমিটির পক্ষে জেলা সম্পাদক কমল মল্লিক,সহ সভাপতি হবিবুর রহমান,সহ সম্পাদক জয়দেব ঘোষ সহ পাণ্ডুয়া জোনাল সম্পাদক শুভেন্দু মাঝি,অশোক দাস,আব্দুর রহিম, অরূপ দত্ত,দেবারতি বাসুলী,সুনীল বাস্কে,সৌমি ভট্টাচার্য উপস্থিত ছিলেন।বিদায়ী সম্পাদক করণ মুর্মু প্রতিবেদন পেশ করেন। অনুষ্ঠিত হচ্ছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলার খানাকুল দক্ষিণ চক্রের ৪১ তম সম্মেলন।উপস্থিত আছেন জেলা কমিটির সভাপতি কমরেড মানস ভঞ্জ, জেলা কমিটির সদস্য কমঃ অলোক সামন্ত ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমঃ সুশান্ত ধাড়া। এছাড়া উপস্থিত আছেন বিভিন্ন চক্র থেকে আগত নেতৃত্ব বৃন্দ এবং খানাকুল দক্ষিণ চক্রের বহু শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

জয়দেব ঘোষঃ-নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলা সদর চক্রের 57 তম সম্মেলন আজ অনুষ্ঠিত হচ্ছে চুঁচুড়া মিয়ারবের জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়, পেয়ারাবাগানে। পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।পতাকা উত্তোলন করেন চক্র সভাপতি জয়দীপ ঘোষ। সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য মানসী চক্রবর্তী। জেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কমল মল্লিক, প্রাক্তন জেলা সভাপতি, সম্পাদক নরেন দে, জেলা সহ-সভাপতি হবিবুর রহমান, সন্দীপ রায়, জয়ন্ত কুমার দে,জেলা সহ-সম্পাদক ও কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের যুগ্ন আহ্বায়ক জয়দেব ঘোষ,জেলা সম্পাদকমন্ডলীর সদস্যা তনুশ্রী সাহা পাল। প্রতিবেদন পেশ করেন বিদায়ী সম্পাদক মনোজ সরকার।

পশ্চিমবঙ্গ লেখক শিল্পী সংঘ বৈদ্যবাটী আঞ্চলিক কমিটি স্বজন হারানোর যন্ত্রণা নিয়েই আজ শ্রী প্রতাত রায় চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে জয়ন্তী ভবনে।প্রয়াত প্রবীর সেনগুপ্ত স্মরণে নবম বর্ষ রক্তদান শিবির খামারপাড়া শিশু সংঘ প্রাঙ্গণে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।