জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ- জয়দেব ঘোষঃ-উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে এসএফআই কোন্নগর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কোন্নগর উচ্চ বিদ্যালয় ও কোন্নগর হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে পরীক্ষার্থীদের পেন ও মাষ্ক প্রদান করা হলো। উপস্থিত ছিলেন এস‌এফ‌আই কোন্নগর আঞ্চলিক কমিটির সভাপতি কমরেড সুফল সেনগুপ্ত, কোন্নগর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কমরেড শেখ আব্দুল গফফর সহ ছাত্র নেতৃবৃন্দ। আজ ভদ্রেশ্বর স্টেশানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ।

সুব্রত দাশগুপ্তঃ-কেশোরাম রেয়ন সি.আই.টি.ইউ এর উদ্যোগে প্রয়াত কমরেড প্রবীর সেনগুপ্ত স্মরণে অনুষ্ঠিত রক্তদান শিবিরে ১১০ জন রক্তদাতাকে জানাই রক্তিম অভিনন্দন। শিবিরের উদ্বোধন করেন কমরেড দেবব্রত ঘোষ।

দেবারতি বাসুলীঃ-ডিওয়াইএফ‌আই হুগলী জেলা ২২ তম সম্মেলন থেকে জেলা কমিটি সদস্য নির্বাচিত হলেন সংগঠনের জাঙ্গীপাড়া লোকাল কমিটির সম্পাদক কমরেড রওসন আলি মল্লিক৷
এগিয়ে চলো কমরেড লাল সেলাম৷।

আজকোন্নগরে ছাত্র-যুবদের সুদীপ্ত স্মরণ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।