চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৩/১০/২৩ – সিপিআই(এম) পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে বর্ধমানের কার্জন গেট থেকে রেল স্টেশন পর্যন্ত যুদ্ধবিরোধী মিছিল হলো। হামাস – ইজরায়েল যুদ্ধ বন্ধের দাবিতে, প্যালেস্তাইন জনগণের ওপর নির্বিচার আক্রমণের প্রতিবাদে, প্যালেস্তাইন জনগণের দীর্ঘ সংগ্রামের সমর্থনে এই ‘যুদ্ধবিরোধী মিছিল’। উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জু কর, জেলা সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য সৈয়দ হোসেন, রাজ্য কমিটির সদস্য অমল হালদার, রাজ্য কমিটির সদস্য অচিন্ত্য মল্লিক প্রমুখ নেতৃত্ব সহ বর্ধমান শহরের সুসচেতন মানুষ।
১২ অক্টোবর, বর্ধমানের আলিমগঞ্জে সি আই টি ইউ বর্ধমান শহর ২ নম্বর এরিয়া সমন্বয় কমিটির উদ্যোগে মিছিল ও সভা করা হয়।রাইসমিল সহ সকল অসংগঠিত শ্রমিকদের বোনাস দিতে হবে ও এক শ্রেনীর মালিক পক্ষের বোনাস নিয়ে টালবাহানা মানছি না মানবো না। এই দাবীতে মিছিল ও রাইসমিলের গেটে সভা করা হয় এই সভায় সভাপতিত্ব করেন প্রলয় আইচ,বক্তা ছিলেন দীপঙ্কর দে ও তুষার মজুমদার।