চিন্তন নিউজ:১২/১০/২০২৩:– সুদীপ্ত সরকারঃ-ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), জাঙ্গীপাড়া এরিয়া কমিটির পক্ষ থেকে আজ বিকাল ৪টায় স্মার্ট মিটার বন্ধের দাবীতে ও RDSS সিস্টেম বাতিলের দাবীতে স্টেশন ম্যানেজার, জাঙ্গীপাড়া কাস্টমার কেয়ার সেন্টার এর নিকট স্মারকলিপি প্রদান করা হল। প্রতিনিধিদলে ছিলেন সুদীপ্ত সরকার, হরপ্রসাদ সিংহরায়, বিরাজ সিংহরায়, রাজকুমার ঘোষ, কাশীনাথ হাজরা, চম্পা রায় ও রামপদ সাঁতরা ।
জয়দেব ঘোষঃ-নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ কলেজস্ট্রিট মোড়ে জাতীয় ও রাজ্য শিক্ষানীতি অবিলম্বে বাতিল, সুষ্ঠুভাবে প্রধান শিক্ষক নিয়োগ, প্রাথমিক শিক্ষকদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা, সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা সহ বিভিন্ন দাবিতে অবস্থান ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্যা সোনালী চৌধুরী, সাধারণ সম্পাদক ধ্রুবশেখর মন্ডল, কেন্দ্রীয় সহ-সভাপতি মহ: আলাউদ্দিন, সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য আব্দুল মোহিদ, সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্যা অর্চনা বিশ্বাস এবং আজকের সভার প্রধান বক্তা ঈশিতা মুখার্জি। সভায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কেন্দ্রীয় নেতৃত্ব বিশ্বনাথ দাস। সমগ্র সভাটি পরিচালনা করেন স্থায়ী সভাপতি মোহনদাস পন্ডিত।