জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ:২৬/০৮/২০২৩:- অর্পিতা ব্যানার্জীঃ-স্বাধীনতার ৭৭ বছরেও উদ্বাস্তু পুনর্বাসন সমস্যার আজও সমাধান হয়নি। কেন্দ্রীয় সরকার যেমন অর্ধ সমাপ্ত রেখেই দপ্তর তুলে দিয়েছে তেমনি বর্তমান রাজ্য সরকার উদ্বাস্তু দপ্তরের স্বাধীন সত্তা বিলোপ করে সমস্যাকে প্রলম্বিত করছে। বামফ্রন্ট সরকার ও বামপন্থীরা উদ্বাস্তুদের পাশে থেকে পঞ্চাশের দশক থেকে অধিকার অর্জনের আন্দোলনকে সমর্থন যুগিয়েছে। কলোনী স্বীকৃতি আদায়, উচ্ছেদ রোধ করে যে সাফল্য অর্জন করেছে তাকে মান্যতা দিয়ে দলিল, পর্চা প্রদান, কলোনি উন্নয়ন, শিক্ষা ,স্বাস্থ্য, কর্মসংস্থানের উদ্যোগ বামফ্রন্ট সরকার নিয়েছিল তা বর্তমানে গতিহীন। এখনো বহু কলোনী স্বীকৃতি, দলিল ,পর্চা প্রদানের কাজ বকেয়া । সরকারি জমি, সম্পদ জমি মাফিয়া লুঠেরাদের মৃগয়া ক্ষেত্র । কলোনির উন্নয়নে স্তব্ধ। বাড়ছে দুর্নীতি। কর্মসংস্থানের লক্ষ্যে তৈরি উত্তরপাড়া উৎপাদন কেন্দ্র, আর আই সি ও ছোট শিল্প বন্ধ। শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে চলছে অরাজকতা। নাগরিক জীবন বিপন্ন। এখনো বাঁশবেড়িয়া, ভদ্রকালী ক্যাম্প শিবিরে অসহনীয় দুর্দশায় উদ্বাস্তু রয়েছে। নিয়মিত সরকারি সাহায্য পাচ্ছে না । কৃষি কলোনির উদ্বাস্তুরা ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় অভাবী বিক্রয় বাড়ছে । দপ্তর কর্মীহীন, প্রশাসন নিষ্ক্রিয়। বর্তমান সরকার দলিল দেওয়ার নামে উদ্বাস্তদের প্রতারণা করে দখলি সত্বের দলিল দিচ্ছে যা মূল্যহীন । নতুন করে ডিজিটাল বার্থ সার্টিফিকেট, এনআরসি, এনপিআর ,সি এ এর নামে দ্বিতীয়বার উদ্বাস্ত করতে চাইছে সরকার। বিকল্প পুনর্বাসন ছাড়াই চলছে উচ্ছেদ। সুষ্ঠু অর্থনৈতিক উদ্বাস্তু পুনর্বাসনের ও অর্জিত অধিকারগুলিও আক্রান্ত। এই পরিস্থিতিতে উদ্বাস্তু জীবন যন্ত্রনার অবসানে গত ২৫ শে আগস্ট ভূমি ও ভূমি রাজস্ব ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের অতিরিক্ত জেলাশাসকে সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ(ইউ সি আর সি ) পক্ষ থেকে দাবি সনদ নিয়ে গনডেপুটেশন দেওয়া হয়। হুগলি মোড়ে উদ্বাস্তুদের জমায়েত ও বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ইউ সি আর সির রাজ্য নেতৃত্ব জেলা সম্পাদক সোমনাথ চক্রবর্তী,ভবতোষ পাল,গোপাল ভৌমিক প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন দেব গোপাল চক্রবর্তী। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উদ্বাস্ত পুনর্বাসনে নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

দেবারতি বাসুলীঃ-নিখিল বঙ্গ শিক্ষক সমিতির আয়োজনে রাজ্য জুড়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে বিদ্যালয় ইউনিট, আঞ্চলিক শাখা, মহকুমা শাখা, জেলা শাখা ও রাজ্য স্তরের যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আজ (২৬/০৮/২৩) তার অংশ হিসেবে হুগলী জেলার ব্যান্ডেল- মগরা আঞ্চলিক শাখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো গজঘন্টা তরণী কুমার সাঁতরা উচ্চ বিদ্যালয়ে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।