জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর,


চিন্তন নিউজ, ২৬ আগস্ট ২০২৩, কৃষ্ণা সরকার– ভাতার ১ এরিয়া কমিটির এড়চিয়া গ্রামে ক্ষেতমজুর আন্দোলনের নেতা ভরত দাস ও এককড়ি পাকড়ে , ২৪শে আগষ্ট ১৯৮১ সালে জোতদারদের গুলিতে খুন হন । মাত্র ২৫পয়সা ও আড়াইশ গ্রাম চাল বৃদ্ধির ন্যায্য দাবীতে মিছিল করেছিলেন। সেই মিছিলে গুলি চালিয়ে তাদের খুন করা হয়। আজ তাঁদের স্মরণ সভা পালিত হলো। শহিদ স্মরণে পতাকা উত্তোলন করেন সুভাষ মন্ডল। মাল্য দান করেন পরিবারের সকল সদস্য ও এলাকার কর্মীরা।

সংস্থা ও দোকান কর্মচারী ইউনিয়ন, বর্ধমান শহর ১ ও ২ এরিয়া কমিটি–বর্ধমান শহরের দোকান কর্মচারীদের নির্দিষ্ট সময়ে তাদের মাইনে বৃদ্ধি না হওয়ায় ,দোকানের মালিকদের চিঠি দিয়ে সতর্ক করা হয় ,সাতদিনের মধ্যে যদি এর কোনো বিহিত না করা হয় ,তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে দোকান কর্মচারীরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।