জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ:-অভিজিৎ সেনঃ- আজ ২৫ আগস্ট বিপ্লবী চারুচন্দ্র রায়ের ১৫৩ তম জন্ম দিবস উদযাপন উপলক্ষে চন্দননগর সংযুক্ত নাগরিক কমিটির পক্ষ থেকে সকালে চন্দননগর গভর্নমেন্ট কলেজের সামনে বিপ্লবীর মূর্তিতে মাল্যদান করা হয়। সংযুক্ত নাগরিক কমিটির সভাপতি রেবতী সাহা কার্যকরী সভাপতি বিশ্বজিৎ মুখোপাধ্যায় যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ ব্যানার্জি শংকর চক্রবর্তী সহ অন্যান্য নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি বিশ্বজিৎ মুখোপাধ্যায়। চারুচন্দ্র রায়ের জীবনী সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরেন বিপ্লবী চারুচন্দ্র রায় চন্দননগর ডুপ্লে কলেজের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। তাঁর শিষ্যরা হলেন শহীদ কানাইলাল দত্ত বিপ্লবী শ্রীশ চন্দ্র ঘোষ সহ অগ্নিযুগের আরো অনেক বিপ্লবী রা। চন্দননগর কলেজের এলা মনি অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

জয়দেব ঘোষঃ-সিপিআইএম কোতরং- হিন্দমোটর এরিয়া কমিটির আহ্বানে ৩১ শে আগষ্টের সমাবেশের প্রচার মিছিল, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই মিছিলে মিছিলে পা মেলালো অসংখ্য কর্মীগণ।

আরও জানান যে খাদ্য-কাজ-শিক্ষা-স্বাস্হ্যর দাবীতে আগামী ৩১ শে আগাষ্ট বামফ্রন্টের ডাকে ধর্মতলার সমাবেশের প্রস্তুুতি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কোতরং হিন্দমোটর এরিয়া কমিটির ৬/১ নং শাখায় পোস্টারিং ও ফ্লেক্স লাগানো হয়।

অর্পিতা ব্যানার্জীঃ-নবগ্ৰাম হীরালাল পাল বালিকা বিদ্যালয় ১৯৭৩ ব্যাচের প্রাক্তনী কৃষ্ণা চক্রবর্তী (মুখার্জী), চন্দ্রযানের ক্যামেরার সক্রিয়তা পরীক্ষণ গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে কাজ করেছেন ইসরো তে।সকলের গর্ব এই দেশের গর্ব।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।