জেলা

আজ রামপুরহাটে ডিওয়াইএফ‌আই এর সমাবেশ


রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:১১ই নভেম্বর:- আজ সকালে ২৬শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে ও বেকারত্ব দূরীকরণে, সরকারি দফতরে স্বচ্ছ নিয়োগের দাবিতে ময়ূরেশ্বরে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রের নেতৃত্বে মিছিল সংঘটিত হয়।

জাত-ধর্মের রাজনীতি বাদ দাও, সব হাতে কাজ দাও, বীরভূম জেলাতে কেন লোকাল ট্রেন চালানো হলো না কেন্দ্র-রাজ্য সরকার জবাব দাও, ট্রেনের সংখ্যা কমিয়ে যাত্রীদের বিপদে ফেলা যাবে না, এস‌এসসি- টেট (SSC-TET) সহ সব পদে স্বচ্ছ নিয়োগ করতে হবে, সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, বীরভূম জেলার বেহাল সমস্ত রাস্তার সংস্কার করতে হবে, এসব দাবী নিয়ে রামপুরহাটে পৌরসভার মাঠে ডিওয়াইএফ‌আই বীরভূম জেলা কমিটির উদ্যোগে সমাবেশ হয়। এই সমাবেশে বক্তব্য রাখেন ডিওয়াইএফ‌আই রাজ্য সম্পাদক সায়ণদীপ মিত্র।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।