জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ-৩০শে নভেম্বর:– জয়দেব ঘোষঃ-দীর্ঘ চার বছরের বেশি সময় ধরে মানুষের চলাচলের অযোগ্য হয়ে যাওয়া জনাই পঞ্চবটী থেকে জনাই রোড পর্যন্ত এবং আদান শিবতলা থেকে পাঁচঘড়া বাজার হয়ে জনাই রোড পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) চণ্ডীতলা ২ এরিয়া কমিটির উদ্যোগে অবস্থান – বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি সংগঠিত করা হয়। শতাধিক মানুষ এই পথ অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পুলিশ অবরোধ তুলে দেওয়ার জন্য বারবার চাপ সৃষ্টি করলেও মানুষ দাবি করে যে যতক্ষণ না প্রশাসনের কোন আধিকারিক এসে রাস্তার অবস্থা সরেজমিনে পরিদর্শন করছেন এবং বারংবার এই বিষয়ে মানুষের স্বাক্ষর সংগ্রহ করে সংশ্লিষ্ট সকল দপ্তরে জমা দেওয়া সত্ত্বেও সংস্কার হচ্ছে না কেন তা জানাচ্ছেন, ততক্ষণ অবরোধ চলবে। অবশেষে বি ডি ও আজ অফিসে না থাকায় জয়েন্ট বি ডি ও অবরোধ স্থলে আসেন এবং সমগ্র রাস্তাটি স্বচক্ষে দেখেন। রাস্তা নিয়ে সাধারণ মানুষের অভিযোগে কার্যত তিনি অবরুদ্ধ হয়ে পড়েন। উনি প্রতিশ্রুতি দিয়েছেন রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করার জন্য উচ্চতর কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে জানাবেন।

সারের মূল্য বৃদ্ধি ও কালোবাজারির প্রতিবাদে
B. D .O কে ডেপুটেশন কর্মসূচি পালিত হল পুরশুড়া দক্ষিণ এরিয়া কমিটির উদ্দ্যোগে।

দেবারতি বাসুলীঃ-অবিলম্বে কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আজ শ্রীরামপুরে মিছিল।

আজ সি পি আই এম হুগলী জেলা সম্মেলনকে কেন্দ্র করে সি পি আই এম ভদ্রেশ্বর বিঘাটি এরিয়া কমিটির দেওয়াল লিখন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।