জেলা

শিক্ষক নিয়োগের দুর্নীতিতে যুক্ত তৃণমূলের নেতা,মন্ত্রী ও আমলাদের কঠোর শাস্তি ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ধলডাঙা মোড়ে সিপিআই(এম)’র মিছিল ও বিক্ষোভ সভা


আশীষ পান্ডে:বাঁকুড়া,চিন্তন নিউজ:- ২৬শে মে, ২০২২– “শিক্ষক নিয়োগে দুর্নীতিতে যুক্ত তৃণমূলের নেতা, মন্ত্রী ও আমলাদের জেলে ভরো” – দাবীতে ধলডাঙা মোড়ে মিছিল ও বিক্ষোভ সভা করলো সিপিআই(এম)র বাঁকুড়া দক্ষিণ এরিয়া কমিটি। সমগ্র ধলডাঙা মোড় এলাকা পরিক্রমা করে সবজী মার্কেটের সামনে এসে মিছিল শেষ হয়। সেখানে কমরেড মোহন ধবলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমরেড গণেশ দে, কমরেড প্রতীপ মুখার্জী ও কমরেড মনোরঞ্জন পাত্র।

দুর্নীতিতে যুক্তদের কঠোর শাস্তির দাবীর পাশাপাশি সভা থেকে অসহনীয় মূল্যবৃদ্ধির বিরুদ্ধেও আন্দোলন সংগ্রাম গড়ে তোলারও আহ্বান জানানো হয়। শ্লোগান ওঠে – ‘সস্তা দরে খাদ্য চাই – খেয়ে পরে বাঁচতে চাই’, ‘কর্পোরেটদের স্বার্থে দেশের রেশন ব্যবস্থাকে বিপর্যস্ত করা চলবে না’, ‘প্রতিটি গরীব পরিবারকে মাসে ৩৫ কেজি খাদ্যশস্য বিনামূল্যে সরবরাহ করতে হবে’। – এছাড়াও শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোডগুলি বাতিল, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য প্রদান ও রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের সম্পদ বেচে দেওয়ার সিদ্ধান্ত রদ করা


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।