জেলা

দক্ষিণ ২৪ পরগনা জেলার খবর


চন্দনা  বাগচী, চিন্তন নিউজ, ১ আগষ্ট: আজ সাতগাছিয়া বৌয়ালি লোকাল কমিটির উদ্যোগে শহীদ  কমরেড  রঞ্জিত দাসের স্মরণে  এক রক্ত দানের আয়োজন  করা হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে  উপস্থিত ছিলেন  বাম ও গণতান্ত্রিক অন্দোলনের নেতা শমিক  লাহিড়ী, প্রভাত চৌধুরি। এছাড়া ছাত্র যুব  সংগঠনের নেতৃবৃন্দ, তাঁদের মধ্যে পৃথা তা, রিজুরেখ  দাসগুপ্ত, অরিন্দম চক্রবর্তী প্রমুখ। যত দিন মানুষের সমাজ  থাকবে, ততদিন  বামপন্থীরা সদা জাগ্রত থাকবে মানুষের পাশে।

অর্পিতা দাসগুপ্ত: “মরমি” নামে একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে  রামগড় অঞ্চলের ৪৭ পল্লীর ক্লাব প্রাঙ্গনে আয়োজন  করা  হয়  বর্ষা মঙ্গলের। এখানে  কোভিড বিধি  মেনে বৃক্ষ রোপন  এবং  সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি  পালন  করা  হয়। এই কর্মসূচিকে উৎসাহিত করতে  উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি  ঋতু রাজ বসু। এ ছাড়া উপস্থিত ছিলো নিউটাউনের  কথামালা। মোট ১০১টি বৃক্ষ রোপন ও ইয়াস  বিধ্বস্ত সন্দেশখালি অঞ্চলের মানুষদের মশারি  দেবার ব্যবস্থা করা  হয়।

দেবরাজ মন্ডল: রেড ভলেন্টিয়ারের দল  একদিকে যেমন  রক্তদানের কর্মসূচি পালন  করে, অক্সিজেন সরবরাহ করে, কোভিড আক্রান্ত মানুষকে হাসপাতালে পৌঁছে  দিয়ে, তাঁদের পরিবারকে খাবার সরবরাহ করে তাঁদের সামাজিক দায়বদ্ধতা পালন  করছে, তেমনি অন্য দিকে সরকারের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে আজ মগরাহাট  অঞ্চলে মানুষকে সচেতন  করতে  আজ মগরাহাট  এরিয়া কমিটির অফিস থেকে এক মিছিল করে। এই মিছিলের  নেতৃত্বে ছিলেন  চন্দন  সাহা, জেলা সদস্য  দীপক  দাস সহ  অঞ্চলের  বাম কর্মী সমর্থক। মিছিল  দেখে  মানুষ আলোচনা  করছে  সিপিএম হেরেছে  কিন্তু হারিয়ে যায় নি।

অভিষেক বোস: কলকাতাকে রক্তশূন্য হতে দেব না– এই স্লোগানকে সামনে রেখে আজ রেড ভলেন্টিয়ার্স ৯২ নম্বর ওয়ার্ডের পরিচালনায় অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির ঢাকুরিয়া বাসস্ট্যান্ডে। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন SFI এর সাধারণ সম্পাদক কমরেড ময়ূখ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন DYFI কলকাতা জেলার সভাপতি কমরেড কলতান দাশগুপ্ত, সম্পাদক কমরেড ধ্রুবজ্যোতি চক্রবর্তী, SFI কলকাতা জেলার সভাপতি কমরেড অর্জুন রায়, AIDWA কলকাতা জেলার সম্পাদিকা কমরেড দীপু দাস, ৯২ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর কমরেড মধুছন্দা দেব, গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের নেতা এবং যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তন রেজিষ্টার শ্রী রজত বন্দ্যোপাধ্যায়, কলকাতা বস্তি উন্নয়ন সমিতির পক্ষে কমরেড দীপঙ্কর দে, ছাত্র আন্দোলনের প্রাক্তন রাজ্য সভাপতি কমরেড সুদীপ সেনগুপ্ত , CITUর রাজ্যের যুগ্ম সম্পাদক কমরেড তরুণ ভরদ্বাজ, বিজ্ঞান আন্দোলনের নেতা কমরেড উৎপল দত্ত, প্রদীপ মহাপাত্র, অংশুতোষ খাঁ, অচ্যুত চক্রবর্তী, কমঃ প্রবীর দেব, সম্পাদক, সি পি আই, কলকাতা জেলা পরিষদ। কমঃ রানা মিত্র, সর্বভারতীয় সাধারণ সম্পাদক নাবার্ড সহ অন্যান্য নেতৃবৃন্দ। মোট ৫৩ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এর মধ্যে ৪৯ জন পুরুষ ও ৪ জন মহিলা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।