জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১ আগষ্ট: সিপিআইএম খন্ডঘোষ ১ এরিয়া কমিটির সদস্য লোদনার বিসনা গ্রামের বাসিন্দা ফরিয়াদ মুন্সি ৪২ বছর বয়েসে বর্ধমানের এক বেসরকারি নার্সিংহোমে প্রয়াত হন আজ সকাল ৬ টায়। ২০১১ সালে তিনি বামপন্থী হবার অপরাধে বিরোধীদের হাতে বারবার আক্রান্ত হন। তাঁর মরদেহ সগড়াই পার্টি জোনাল অফিসে আনা হলে অমল হালদার, অপূর্ব চ্যাটার্জি, অসীমা রায় প্রমুখ নেতৃত্ব শেষ শ্রদ্ধা জানান তাঁকে। তাঁর প্রয়ানে গভীর শোক প্রকাশ করেন পার্টির জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক।

সরো হাজরা, পুষ্প রায়, পূর্নিমা মাঝিদের সহায় সম্বলহীন জীবনেও প্রয়োজনীয় রেশন টুকুও পান না এঁরা। সরকারি প্রচারে ঢাকা পড়েছে খিদের জ্বালা। কাটোয়া শহরের এমন কয়েক হাজার হতদরিদ্র মানুষের জন্য আন্দোলন গড়ে তুলতে বস্তির বাড়ি বাড়ি ঘুরছেন সিপিআইএম কর্মীরা।

৩১ জুলাই মেহনতী মানুষের মুখপত্র ‘গণশক্তি’ পত্রিকার দীর্ঘদিনের পাঠক ও হিতৈষী অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক, কেতুগ্রামের বারেন্দা গ্রামের কমরেড কাশীনাথ ঘোষ (৮১বছর বয়স্ক)। আজ তাঁর মাসিক পেনশনের একটা অংশ কেতুগ্রাম ২ এরিয়া কমিটির কার্যালয়ে গণশক্তির তহবিলে প্রদান করলেন এক ছোট অনুষ্ঠানের মাধ্যমে। কাশীনাথ ঘোষের কাছ থেকে ‘গণশক্তি’ পত্রিকার পক্ষে এই টাকা গ্রহণ করেন সি পি আই(এম) নেতা সৈয়দ আবুল কাদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি পি আই(এম) পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য তমাল মাঝি, প্রবীর গাঙ্গুলি, পার্টির কেতুগ্রাম ২ এরিয়া সম্পাদক শেখ শের আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও সারা রাজ্য সহ কেতুগ্রামের রেড ভলেন্টিয়ারদের উৎসাহিত করার জন্য কেতুগ্রাম রেড ভলেন্টিয়ার্স তহবিলে আরও ৫০০০ টাকা দান করেন কাশীনাথ ঘোষ। রেড ভলেন্টিয়ারদের পক্ষ থেকে এই অর্থ গ্রহণ করেন এস এফ আই পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য টিউলিপ ঘোষ, জেলা কমিটির সদস্য অয়ন ঘোষ ও ডি ওয়াই এফ আই জেলা কমিটির সদস্য সুভাষ চন্দ্র পাল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।