জেলা রাজ্য

নাগরিকদের জন্য পথে নামল নাগরিক সমাজ:—-


কাকলি মৈত্র: চিন্তন নিউজ:২০শে জুলাই:- কর্পোরেশনে দুর্নীতির বিরুদ্ধে অথবা নাগরিকদের প্রাপ্য অধিকার ছিনিয়ে নিতে কিংবা এলাকার বাসিন্দাদের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তুলে তাঁদের সুখ-দুঃখের অংশীদার হতে কলকাতা নাগরিক সম্মেলন সর্বদাই অগ্ৰণী ভূমিকা পালন করেছে। সামাজিক দায়বদ্ধতা এই সংগঠনের প্রধান বিবেচ্য।

কার্যত এখন লকডাউন না থাকলেও বেকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে নিয়ত, কাজের হাহাকার এখন জনগণের নিত্যসঙ্গী। এই পরিস্থিতিতে কলকাতা নাগরিক সম্মেলন ৪০ নং ওয়ার্ড আজ এলাকার ১৫০ টি পরিবারের হাতে তুলে দিল আলু, ডাল, তেল, ডিম, সোয়াবিন, আটা, মুড়ি , বিস্কুট, পনির এবং মাস্ক।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।