চিন্তন নিউজ-:৬ই সেপ্টেম্বর,২০২০- সংবাদদাতা শেখ জিশান–এর রিপোর্ট:-বাঁকড়ার রক্ত দান শিবিরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে আজ কাটলিয়া মোড় থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাকদেয় ডোমজুড় পূর্ব এরিয়া কমিটি।বৈকাল পাঁচটার সময় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্যের বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলের সূচনা ঘটে। মাননীয় শ্রীদীপ ভট্টাচার্য বলেন বর্তমান করোনা পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।রাজ্যের হাসপাতাল গুলোতে রক্তের হাহাকার তখন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ডাক দিয়েছে রাজ্যের বিভিন্ন অংশে রক্তদান শিবির করতে হবে।এরকম একটি রক্তদান শিবিরে তৃণমূল আশ্রিত দুস্কৃতিকারীরা যেভাবে হামলা চালালো তা আমাদের দেশে কেন বহির্বিশ্বেও নজিরবিহীন ঘটনা। এই ঘটনায় অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সরকারকে করতে হবে। এরপর মিছিল শুরু হয় এবং শলপে এসে মিছিলের সমাপ্তি ঘটে হাওড়া জেলা কমিটির অন্যতম নেতৃত্ব কমরেড উত্তম বেরা বক্তব্য দিয়ে। মিছিলে স্বতঃস্ফূর্তভাবে এলাকার মানুষের উপস্থিতি এবং তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়।
সংবাদদাতা—-সুমন ঘোষ জানান:-সবার জন্য কাজ চাই, পশ্চিমবাংলায় শিল্পায়ন চাই এবং রুটি রুজি নিশ্চিত করার দাবিতে ডিওয়াইএফ(আই) হাওড়া জেলা কমিটির ডাকে ডোমজুড়ের মাকড়দহতে প্রকাশ্য কনভেনশন সংঘটিত হয়। এই কর্মসূচিতে এলাকা থেকে দলে দলে যুব রা অংশগ্রহণ করেন। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়াতে এই কর্মসূচি সাফল্য লাভ করে।

এই কর্মসূচি র সঙ্গে সঙ্গেই গতকাল বাঁকড়াতে বামপন্থীদের রক্তদান শিবির চলাকালীন তৃণমূল কংগ্রেস এর নৃশংস আক্রমণের বিরুদ্ধে মাকরদহতে ২৫ মিনিট পথ অবরোধ করা হয়। পরে পুলিশ এসে দুষ্কৃতী দের গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

সংবাদদাতা—-সুভাষ ধুল এর রিপোর্ট:- গত ৫ ই সেপ্টেম্বর হাওড়া জেলা শহীদ দিবসে জেলার সর্বত্র রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। বাঁকড়া কবরপাড়া পার্টি দপ্তরে রক্তদান কর্মসূচি চলাকালীন তৃনমূলী গুণ্ডারা অতর্কিত হামলা চালিয়ে ৩৬ জন রক্তদাতার দেওয়া রক্ত নষ্ট করে, আরজিকর হসপিটালের ডাক্তারদের মারধোর করে বর্বরতা চালায় তার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে। লাগামহীন দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে,হাওড়ার শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে মানুষের জোট বাঁধার আহবানে।হাওড়া হাট অবিলম্বে চালু কারার দাবিতে মিছিল সংঘটিত হয় বেতড় থেকে রামরাজাতলা স্টেশন পর্যন্ত।

জানাচ্ছেন চৈতালী ভৌমিক :-দেশ জুড়ে ক্রমবর্ধমান বেকারত্বের প্রতিবাদে এবং বেকার যুবদের কাজের দাবীতে আজ ৬/০৯/২০২০ বিকাল ৫ টায় দানেশ সেখ লেন মোড়ে বি.গার্ডেন লোকাল কমিটির যুব কনভেনশন হয়এবং গতকাল বাঁকড়ায় রক্তদান শিবিরে তৃণমূলের হামলা, ভাঙচুরের প্রতিবাদে আজ বিকাল সাড়ে ৫ টায় এরিয়া কমিটি অফিসের সামনে থেকে বি.গার্ডেন এরিয়া কমিটির একটি ধিক্কার মিছিল হয়। এরিয়া কমিটির সদস্যসহ সকল সদস্য, সমর্থক এবং দরদীদের উপস্থিতিতে মিছিল হয়।

প্রণব দাস জানান:- গতকাল বাঁকড়ায় রক্তদান শিবিরে তৃণমূলী দুস্কৃতিদের ন্যক্কারজনক আক্রমণ ও তান্ডবের প্রতিবাদে আজ সন্ধ্যায় মধ্য হাওড়া এরিয়া কমিটির উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল এলাকা পরিক্রমা করে ।
সংবাদ দিয়েছেন সরোজ দাস:-গতকাল রক্তদান শিবিরে আক্রমণের প্রতিবাদ সভা বিকে পাল টেম্পল রোড, সিপিআই(এম) বালি বেলুড় এরিয়া কমিটির আহ্বানে।
বক্তব্য রাখেন ছাত্র নেতা কুমারদীপ মুখার্জি ,পার্টি নেতা পার্থশ্রী তরফদার।

সংবাদদাতা—মৃন্ময়ী রং জানাচ্ছেন:-আজকে ৬ই সেপ্টেম্বর হাওড়া হাট খোলার দাবিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল বাঁকড়ার রক্তদান শিবিরে তৃনমূলি সন্ত্রাসের প্রতিবাদে সাঁকরাইলের প্রতিটি স্থানে প্রচার।মাইক নিয়ে প্রচার ও পথসভা অনুষ্ঠিত হয়। সিপিআই (এম) সাঁকরাইল উত্তর এরিয়া কমিটি।

সংবাদদাতা—-স্নেহাংশু ঘোষাল এর রিপোর্ট:-কবিগুরুর হাতে তৈরী শান্তিনিকেতনে তিনিই নাকি বহিরাগত! আজ এই রাজ্য তথা দেশের এমনই দুর্দিন যে এই কথাও শুনতে হ’ল এবং বেশিরভাগ মানুষ তা দিব্যি হজমও করে ফেললেন! বিশ্বভারতীর উপাচার্যের মুখে এরকম নিকৃষ্টতম জঘন্য মানের উক্তির বিরুদ্ধে ভারতীয় গণনাট্য সংঘ জগৎবল্লভপুর শাখা এবং গণতান্ত্রিক লেখক-শিল্পী সংঘ জগৎবল্লভপুর প্রস্তুতি কমিটির সদস্যরা এলাকার সংস্কৃতিমনস্ক মানুষকে সঙ্গে নিয়ে বড়গাছিয়ায় প্রতিবাদে সামিল হল।

সংবাদদাতা—কাকলি চ্যাটার্জী:-পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, হাওড়া জেলা কমিটির উদ্যোগে পথচলা শুরু করলো ‘স্বাস্থ্যবন্ধু’। কোভিড১৯ আক্রান্ত রোগীদের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং এলাকায় সচেতনতা মূলক কর্মসূচি গ্ৰহণের সুবিধার্থে মনসাতলায় ২০ জন বিজ্ঞান কর্মী নিয়ে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল বালক সংঘ ক্লাবে।
