জেলা শিক্ষা ও স্বাস্থ্য

মাধ্যমিক বঞ্চিতদের মক টেস্টের ফল প্রকাশ হল


তমাল মজুমদার, চিন্তন নিউজ, ১ আগষ্ট: করোনা আবহে যখন রাজ্যের শিক্ষাব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে তখন বিকল্প মূল্যায়নই বোধ হয় একমাত্র পথ হয়ে দাঁড়ায় প্রতিটি ছাত্র-ছাত্রীদের জন্য। আর এই বিকল্প মূল্যায়নের ব্যবস্থাই করে দিয়েছে পায়রাডাঙ্গা রেড ভলেন্টিয়ার্স।

গত ১৮ই জুলাই সমস্ত করোনা বিধি মেনে প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি মক টেস্টের ব্যবস্থা করা হয়। প্রায় ৬০ জনের মতো পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণও করে। জীবনের প্রথম বড়ো পরীক্ষায় না বসতে পারার কষ্টটা এই পরীক্ষার মাধ্যমেই পূরণ করার সুযোগটা তাদেরকে করে দেওয়া হয়। বেশ কিছু শিক্ষক-শিক্ষিকাও এই মক টেস্ট-এর সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত থেকেছেন।

এই মূল্যায়নকে ভিত্তি করে আজ একটি সংবর্ধনা সভা আয়োজিত করা হয়। এই সংবর্ধনা সভার মূল উদ্দেশ্য ছিল প্রতিটি ছাত্র-ছাত্রীর হাতে একটি করে শংসাপত্র তুলে দেওয়া, যা তাদের ভবিষৎ জীবনের পথকে আরো সুগম করে। এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সায়ন মুখার্জি। এছাড়াও গত নির্বাচনের কল্যানী বামফ্রন্ট প্রার্থী সবুজ দাসও এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন।

এই মক টেস্টে প্রথম স্থান অধিকার করে সৃষ্টি দাস, দ্বিতীয় ডোনা গুহ এবং তৃতীয় রুদ্রদীপ মণ্ডল। এলাকার মানুষ শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়েছেন পায়রাডাঙ্গার রেড ভলেন্টিয়ার্স গ্রুপকে, যারা এই অভিনব কর্মসূচির সংগঠক।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।