জেলা

হুগলি বার্তাঃ


চিন্তন নিউজঃ-দেবারতি বাসুলী,১৬ই ডিসেম্বর

এস এফ আই নেতা স্বপন কোলে ২০১০ সালে কলেজ গেটে তৃনমূল আশ্রিত দুস্কৃতিদের হাতে নিহত হন। তাঁর স্মরণে এস এফ আই হুগলি জেলা কমিটির ডাকে উত্তরপাড়া স্টেশন থেকে কলেজ পর্যন্ত মহামিছিলের ডাক দেয়।অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন সহ অন্যান্য দাবীতে এস এফ আই কর্মীরা কলেজের সামনে এসে উপস্থিত হলে তৃনমূল ছাত্র পরিষদ আশ্রিত দুষ্কৃতীরা এস এফ আই কর্মী ও সমর্থকদের উপর আক্রমন চালায়।এস এফ আই কর্মী ও সমর্থকরা প্রতিরোধ করলে সংঘর্ষ বেঁধে যায়।এই ঘটনায় ৮-১০ জন আহত হয়েছে।এস এফ আই কর্মী ও সমর্থকদের প্রতিবাদী রূপ দেখে এলাকাবাসী তৃনমূলের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় হয়েছে মনে করছেন।
জয়দেব ঘোষ আরও জানাচ্ছেন আজকে উত্তরপাড়া কলেজের বাইরে তৃণমূলী দ্বারা গুরুতর জখম হয়েছেন অনেকেই। খানাকুলের ছাত্র নেতা তারক মালিক গুরুতরভাবে আহত ।সংগঠনের রাজ্য সভাপতি প্রতীক উর রহমান আহত কর্মীদের দেখতে আসেন।

গতকাল(১৫/১২/’২১ ) বুধবার রাত ১১-৩০ মিনিটে হুগলি জেলার সকলের প্রিয় , শ্রদ্ধেয় দিলীপ সাহা কলকাতা ট্রপিক্যাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । দিলীপ সাহার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করলেন হুগলী বাসী।

হুগলি জেলার মগরার সত্যেন দাস প্রায় সাড়ে চার মাস আগে “গ্লোবাল ওয়ার্মিং”-এর সচেতনতার জন্য তার রিক্সা নিয়ে কলকাতা থেকে সিয়াচেন পাড়ি দিয়েছিলেন । আজ ফিরে এলেন একমুখ হাসি নিয়ে ।

১৬–১৭ ডিসেম্বর সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘটের সমর্থনে উত্তরপাড়ায় পিকেটিং চলছে।

এস টি এফ আই (স্কুল টিচার ফেডারেশন অফ ইন্ডিয়া)র কেন্দ্রীয় সাধারণ সভা অনুষ্টিত হচ্ছে হায়দ্রাবাদে সুন্দরীয়া বিজ্ঞান কেন্দ্রে।নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধিত্ব করছেন সমিতির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মহ: আলাউদ্দিন।এ ছাড়াও উপস্থিত আছেন সমিতির প্রাক্তন সভাপতি ও STFI র সভাপতি অভিজিৎ মুখার্জ্জী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।