জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৭ ডিসেম্বর, ২০২১ – বৃষ্টিতে নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণের দাবীতে সারা ভারত কৃষকসভা পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে জেলাশাসকের কাছে ডেপুটেশন। ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রাদেশিক কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার, উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক সৈয়দ হোসেন ও সভাপতি সমর ঘোষ।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ২৫তম পূর্ব বর্ধমান জেলা সম্মেলন আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর’২১ কমরেড নিরুপম সেন নগর (বর্ধমান শহর), কমরেড আব্দার রাজ্জাক মন্ডল ও কমরেড সাধনা মল্লিক মঞ্চে (টাউন হল) অনুষ্ঠিত হওয়ার উপলক্ষে আজ বর্ধমান ষ্টেশন থেকে নীলপুর মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য মশাল মিছিল সংগঠিত হয়। মিছিলের শুরুতে মশাল জ্বালিয়ে শুভ সূচনা করেন পার্টির পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক। এই মিছিলে উপস্থিত ছিলেন ২৫ তম পূর্ব বর্ধমান জেলা সম্মেলনের অভ্যর্থনা কমিটির কার্যকরী সভাপতি তাপস সরকার, অভ্যর্থনা কমিটির সম্পাদক অপূর্ব চ্যাটার্জী, জেলা কমিটির সদস্য তরুণ রায়, নজরুল ইসলাম, সুপর্ণা ব্যানার্জী সহ শহরের দুই এরিয়া কমিটির অন্যান্য সদস্য ও অসংখ্য কর্মীবৃন্দ।। আজকের মিছিলের অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন শহরের ছাত্র-যুব সংগঠনের মূল সংগঠকবৃন্দ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।