শিবনাথ জেটি: চিন্তন নিউজ:২৯ শে জুন:– অশান্তির বাতাবরণ দেশ তথা রাজ্যব্যাপী। অতীতের অভিজ্ঞতার নিরিখে একমাত্র বামপন্থীরাই পারে সম্প্রীতির বাতাবরণ গড়ে তুলতে। অঞ্চলে শান্তি -শৃঙ্খলা রক্ষার্থে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ডোমজুড় পূর্ব এরিয়া কমিটি-র উদ্যোগে আয়োজিত হল শান্তি -সম্প্রীতি মিছিল কাটলিয়া থেকে অঙ্কুরহাটি পর্যন্ত।
আজ বামেদের সম্প্রীতির মহামিছিল প্রবল গরম উপেক্ষা করেই হাওড়ার সাঁকরাইলে। প্রায় ৭ কিমি হাঁটাপথে জ্যামজট কিছুটা হলেও মানুষের সমর্থনে উজ্জীবিত হলো এলাকার পরিবেশ।
১৬টি বামপন্থী দল সমৃহের আহবানে হাওড়া জেলার বাগনান এলাকায়। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য ভাঙার ষড়যন্ত্র ব্যর্থ করো। হিংসা নয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন এই আহ্বান নিয়ে মিছিল সংঘটিত হয়।