জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ- চৈতালি নন্দীঃ-ইতিহাস সৃষ্টি হোলো চন্দননগরের বুকে। দীর্ঘ ৩২ বছর পর ১৭ নম্বর ওয়ার্ডে আবার উঠলো লাল পতাকা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ১৩০ ভোটে তৃনমূল প্রার্থী কে পিছনে ফেলে জয় ছিনিয়ে আনলেন সংযুক্ত নাগরিক কমিটি সমর্থিত সিপিআইএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। এই জয়ের পর বাম প্রার্থী জানান দীর্ঘ ৩২ বছর পরে ফিরে পাওয়া ১৭নম্বর ওয়ার্ডের জয় তাঁদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন তিনি কোনো বিশেষ দলের নয় ,১৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
আজ চন্দননগরের লাল আবিরে ভাসার দিন। বর্তমান সরকারের প্রশাসনিক ব‍্যার্থতা, সীমাহীন দূর্নীতি ,নিরাপত্তা হীনতা, জনস্বার্থ বিরোধী নীতি র ফলে আজ আবার মানুষ বামেদের উপরেই আস্থা রাখলেন। সেই উপলক্ষে ছিল আজকের বিজয় মিছিল।

সুব্রত দাশগুপ্তঃ-১৬ নং শাখার উদ্যোগে জনসংযোগ ও গণ অর্থ সংগ্রহ কর্মসূচি চলছে, ত্রিবেণী টিস্যু,চন্দ্রাহাটি। আজ ১২ নং শাখার উদ্যোগে জনসংযোগ ও গন অর্থসংগ্রহের কর্মসূচি পালন করা হয়।

দেবারতি বাসুলীঃ-বিশিষ্ট সমাজকর্মী তিস্তা শীতলাবাদের মুক্তির দাবিতে ও ভারতীয় সেনাবাহিনীতে চুক্তি নিয়োগের অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে হুগলী জেলা ১২ই জুলাই কমিটির ডাকে চুঁচুড়া ডাফ স্কুল সংলগ্ন হেড পোস্ট অফিসে আজ ২৯/৬/২০২২ তারিখ বিকেল বেলা বিক্ষোভ সমাবেশ সংগঠিত করা হয়। ১২ই জুলাই কমিটির অন্তর্গত সমস্ত গণসংগঠনের মত নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলার নেতৃত্ব ,সদস্য উপস্থিত ছিলেন। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহনদাস পন্ডিত। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কমল মল্লিক, হবিবুর রহমান, সন্দীপ রায়, আশীষ চক্রবর্ত্তী, জয়দেব ঘোষ সহ জেলা সম্পাদকমন্ডলী সদস্যরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।