দেশ

আসামে সর্বনাশী তৈল খেজুর খেতের বিরুদ্ধে ২৬আগষ্ট মেঘদূত ভবনের সামনে ধর্ণা কার্যসুচি


সীমা বিশ্বাস, আসাম,২৬আগষ্ট,চিন্তন নিউজ:–রাজ্য কেন্দ্র গুয়াহাটি সহ আসামের বিভিন্ন জেলায় অসম কৃষক সভা এবং কৃষি শ্রমিক ইউনিয়নের আহ্বানে ২৬ আগষ্ট তৈল খেজুর চাষের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয়।।কৃষক সভার রাজ্য সম্পাদক গজেন বর্মন,সভাপতি টিকেন দাস, কৃষি শ্রমিক ইউনিয়নের সম্পাদক নয়নভূঁঞা তাদের বক্তব্যে বলেন যে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মর্মে অসম রাজ্য সরকারের সহযোগিতা য় গত ৮ আগস্ট তিনসুকিয়া জেলার ধলা সুদিয়ার সম্মুখে লাউ পানিতে খেজুর তেলের চারা রোপন করে কেন্দ্রীয় সরকার আসামে তৈল পাম মিশন এর কাজ আরম্ভ করেছে। রাষ্ট্রীয় ভোজ্য তেল এবং তৈল খেজুর অভিযানের অধীনে রাজ্যের ১৮ টা জেলায় ৩ দশমিক ৭৫ লাখ ১ হেক্টর ভূমি খেজুর তেলের চাষ করার প্রকল্প রূপায়ণ আরম্ভ করে। কিন্তু রাজ্যের অসম কৃষি বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কৃষি গবেষণা সংস্থা এবং জেলায় জেলায় কৃষিবিজ্ঞান কেন্দ্র সমূহ কৃষিবিভাগ অসম কৃষি আয়োগ সেইসঙ্গে দেশের ১১৭ জন বিশিষ্ট বিজ্ঞানী এই পাম ক্ষেতের বিরোধিতা করে।


। বিজ্ঞানীদের মতে পাম তেলের গাছ মাটি থেকে প্রচুর পরিমাণে জল শোষন করে। অন্যান্য চাষের ক্ষতি সাধন করে।জৈব বৈচিত্র্য নষ্ট করে,বনাঞ্চল ধ্বংস করে । জলবায়ুর পরিবর্তন ঘটায়। ইতিমধ্যে ইন্দোনেশিয়া,শ্রীলঙ্কা এই পাম তেলের চাষ নিষিদ্ধ করেছে,।অবিষুবীয় অঞ্চলে এই চাষ উপযোগী নয়। আসামের গোয়ালপাড়ায় এই চাষ করে কৃষক কয়েক হাজার কোটি টাকার লোকসান হয়। পরবর্তীতে এই ক্ষেত জ্বালিয়ে দেও য়া হয়।অসমের বিজেপি সরকার কৃষি এবং কৃষকেরা কথা না ভেবে কর্পোরেটের হাতে জমি দেওয়া এবং ভুমিহীন কষক কে উচ্ছেদ করে বৃহৎ পুঁজিপতি কে জমি হস্তান্তর করা র পক্রিয়াকে বন্ধ করার দাবিতে কৃষক সভা মুখ্যমন্ত্রী কে স্মারকপত্র প্রদান করে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।