দেশ শিক্ষা ও স্বাস্থ্য

শারদোৎসবের মধ্যে ইউজিসি’র পরীক্ষা, ক্ষুব্ধ আপামর বাঙালি।


গোপা মুখার্জী : চিন্তন নিউজ :-২২শে সেপ্টেম্বর:- দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। যদিও করোনা আবহে এবারের পুজোর উদ্দামতা অনেকটাই কম। তবুও বাঙালির আবেগ, ভালোবাসা, আড্ডা, ঘরে ফেরার টান….সব মিলিয়ে দুর্গাপুজোর সঙ্গে বাঙালির প্রাণের যোগ। আর প্রাণের এই উৎসবের সময়েই নেট পরীক্ষার রুটিন নির্দিষ্ট করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এটিকে বিজেপি সরকারের বাঙালি সংস্কৃতি বিরোধী মনোভাব বলেই মনে করছেন বিরোধীরা। এ বিষয়ে টুইটারে প্রতিবাদ জানিয়েছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম ।

সারা দেশ জুড়ে চলছে করোনার দাপট। এর মধ্যেই ১লাঅক্টোবর থেকে ২৩শে অক্টোবর পর্যন্ত ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি । ২৩শে অক্টোবর দুর্গাপুজোর মহা সপ্তমী। কাজেই এই সময় পরীক্ষার দিন ধার্য হওয়াতেই ক্ষোভে ফেটে পড়েছে বাঙালি পরীক্ষার্থীরা ।

প্রসঙ্গত বলা যেতে পারে, এর আগেও জিইই নিট পরীক্ষার রুটিন নিয়েও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।