দেশ

দ্বাররূদ্ধ কাশ্মীরের


রঘুনাথ ভট্টাচার্য্য:চিন্তন নিউজ:১০ই আগস্ট:–প্রশাসনকে নিয়মমাফিক সংবাদ দিয়েই তাঁরা কাশ্মীরের অবস্থা পর্যবেক্ষণের জন্য শ্রীনগর বিমানবন্দরে পৌঁছান। হ্যাঁ !দেশের দুই বিরোধী নেতা ,
সর্বজন শ্রদ্ধেয় জন-প্রতিনিধি, কম. ডি .রাজা ও সীতারাম ইয়েচুরি । বিমানবন্দরেই তাঁদের আটকে দেওয়া হয়।বলা হয়, পরের বিমানে ফিরে যেতে।
তাঁরা দৃঢ়তা দেখালে একজন ম্যাজিস্ট্রেট এসে উর্দ্ধতন কর্তৃপক্ষের ‘ নির্দেশ ‘ দেখিয়ে জানান যে, তাঁদের শহরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কোনো কারণ জানান হয়নি বা নিয়ম বিরুদ্ধে ভাবে
ওই নির্দেশের কপি তাদের দেওয়া হয় নি । তার ফটোও
তুলতে দেওয়া হয় নি।কম. তারিগামিকে ইয়েচুরি  একটি চিঠিতে অবস্থা জানিয়ে  তারা বিমানবন্দর থেকেই শ্রীনগর ত্যাগ করতে বাধ্য হন।

এই সংবাদ নয়াদিল্লিতে পৌঁছালে সিপিআই (এম)
পলিটব্যুরো বলেছে , বিজেপিৎসরকারের স্বৈরতন্ত্রী চেহারা
উন্মুক্ত হয়ে পড়েছে।

দিল্লিতে কম. ইয়েচুরি সাংবাদিকদের জানান, কাশ্মীরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর শাসন চলছে পরোক্ষে। কেউ কোনো
যোগাযোগ করতে পারছে না।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী কথিত কাশ্মীরিয়াৎ,জামুরিয়াৎ,ইনসানিয়াত  নীতি উধাও। আলোচনা প্রক্রিয়া ছাড়া কাশ্মীর সমস্যার সমাধান  হবে সম্ভব নয়।

রাজ্যে প্রতিবাদ জোরদার হচ্ছে। শিলিগুড়ি,পারে মেদিনীপুর  জলপাইগুড়ি, মালদহ, হুগলী-
চুঁচুড়া, পূর্বমেদিনীপুর, বর্ধমান,
কাটোয়া, রায়গঞ্জ, বীরভুম প্রমুখ  সারা রাজ্যের জেলায়
বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।