দেশ

তাপবিদ্যুৎ কারাখানা থেকে নির্গত ছাই ঢেকেছে গ্রাম।


রত্না দাস:চিন্তন নিউজ:১০ই আগস্ট:–তাপবিদ্যুৎ কারখানার ছাই ঢেকেছে মধ্যপ্রদেশের একটি গ্রাম ,পালাচ্ছেন মানুষ :——–

মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ সীমান্ত লাগোয়া গ্রাম সিঙ্গুরালির ঘটনা।
তাপ বিদ্যুৎ কেন্দ্রের জমানো আর্সেনিক বর্জ্য ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মধ্যপ্রদেশের শোনভদ্রা জেলার সিঙ্গারুলি গ্রামের মানুষজন। অভিযোগের তীর বেসরকারি তাপবিদ্যুৎ কারখানা এসার পাওয়ার এমপি লিমিটেডের দিকে।
জেলা প্রশাসনের অনুমান অন্তত পাঁচশো কৃষকের জমি নষ্ট হয়েছে বুধবার রাতের ঘটনায়।এলাকা ছাড়তে শুরু করেছেন সেখানকার মানুষজন।জেলা শাসক সংবাদ সংস্থাকে জানিয়েছেন ঘটনার ২৪ঘন্টা পর ঘটনা স্থল থেকে কয়েকজন শিশুকে উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার রাতে।বিষাক্ত ছাইয়ে তাদের মাথা থেকে পা পর্যন্ত সাদা হয়ে গিয়েছিল।

প্রায় ১০টি বেসরকারি কারখানা গড়ে উঠেছে এই গ্রামে।কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে গাজিয়াবাদের পরই এটি দেশের সবচেয়ে দূষিত শিল্পাঞ্চল।প্রতিদিন জমতে থাকে বিষাক্ত ছাই ।যাতে রয়েছে আর্সেনিক সহ আরও মারাত্মক দূষিত পদার্থ।যা ছড়িয়ে পড়ছে ওই গ্রামে।এতেও টনক নড়েনি কারও।এর দায়ও ঝেড়ে ফেলেছে এসার পাওয়ার এমপি লিমিটেড।তারা জানিয়েছে এটি পরিষ্কার অন্তর্ঘাত।ওই কারখানার নিরাপত্তা রক্ষীরা নাকি জানিয়েছে কিছু আগুন্তক কে ওরা ঘোরা ফেরা করতে দেখেছে।

কেন্দ্রীয় সরকারের দূষণ নিয়ন্ত্রণ বিধিতে স্পষ্ট বলা আছে যে এই ধরণের শিল্প বর্জ্য জমা করতে হবে একটি কংক্রিটের পাঁচিল ঘেরা জায়গায় ও আধারে।এমনকি বেঁধে দেওয়া আছে তার পরিমাপও।কিন্তু কার্য্য ক্ষেত্রে সেই নিয়ম মানে না কারখানা কর্তৃপক্ষ।
ন্যাশনাল গ্রীন ট্রাইবুনালে অভিযোগকারী সমাজকর্মী জানাচ্ছে অতীতেও এমন ঘটনা ঘটেছে কেউ তার গুরুত্ব দেয় নি।এবার দুটি গ্রামের চাষের জমি নষ্ট হলো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।