চিন্তন নিউজ, ২৭আগস্ট২০২৩: নিজস্ব সংবাদ দাতা–কৃষ্ণা সরকার, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই রাজ্যে এক সন্ত্রাসের পরিবেশ কায়েম হয়েছে,মনিপুর থেকে মালদা,বর্ধমানের দেওয়ান দিঘি ,সর্বত্র তৃণমূলের দৌরাত্ম্য।
তার প্রতিবাদে আজ, সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির ডাকে, স্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত এক ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়।শেষে সভা করে প্রশাসন কে হুঁশিয়া দেওয়া হয়,এর মীমাংসা না হলে ,মহিলা সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে যাবে। সভাপতিত্ব করেন মনিমালা দাস,বক্তব্য রাখলেন মহিলা রাজ্য নেতৃত্ব অর্চনা মন্ডল ,জেলা সম্পাদিকা সুপর্না ব্যানার্জি,কেন্দ্রিয় নেতৃত্ব অঞ্জু কর, ভারতী ঘোষাল ও অন্যান্য নেতৃত্ব।
পরে মুখ্যমন্ত্রীর কুশ পুত্তলিকা দাহ করা হয় ।
মহিলা জেলা নেত্রী শ্রদ্ধেয়া কাকলি গায়েন এর স্মরণ সভা পালিত হলো জাগরী হলে।ওনার স্মৃতিচারণা করলেন কেন্দ্রিয় নেতৃত্ব অঞ্জু কর সহ অন্যান্য নেতৃত্ব।